স্টাফ রিপোর্টার: বঙ্গ বিজেপিতে একাধিক গোষ্ঠী, একাধিক শিবির। বঙ্গের পদ্মশিবির বিভক্ত নব্য-আদি ও তৎকাল বিজেপিতে। আর এই মুহূর্তে দিলীপ ঘোষ শিবির কার্যত কোণঠাসা। অমিত শাহর সফরে ছিলেন না দিলীপ। শাহের সফরের পুরোটায় ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বঙ্গ সফরে কার পয়েন্ট বেশি হল তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে সুকান্ত ও শুভেন্দু শিবিরের মধ্যে। প্রকাশ্যে না হলেও রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার দূরত্ব বঙ্গ বিজেপিতে বিভিন্ন সময়ে চোখে পড়েছে। আর এবার শাহর সফরে কে রইলেন তাঁর সুনজরে, কে-ই বা বেশি পয়েন্ট পেলেন, সেটাও চর্চা চলছে দুই শিবিরে।
বিজেপি সূত্রে খবর, সুকান্ত মজুমদারের শিবিরের একাধিক নেতা বলছেন, দিল্লি থেকে অমিত শাহর সঙ্গে একই বিমানে তো দাদাই (সুকান্ত) এসেছেন। সবসময়ের সফরসঙ্গী ছিলেন সুকান্তদাই। অন্যদিকে আবার নব্য বিজেপির একাংশ শুভেন্দু ঘনিষ্ঠদের দাবি, মঞ্চে ভাষণ দিতে উঠে শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আবার শুভেন্দু ভাষণ দেওয়ার সময় শাহ তাঁর দিকে স্নেহের চোখে তাকিয়েও ছিলেন। যা সভায় উপস্থিত কারও চোখ এড়ায়নি। বঙ্গ বিজেপির সাংগঠনিক বিষয়ে হস্তক্ষেপ করতে চান না বিরোধী দলনেতা। সল্টলেক পার্টি অফিসে একাধিক সাংগঠনিক বৈঠকেও তাঁকে দেখা যায় না। কখনও আবার এলেও কিছুক্ষণ থেকে বৈঠক ছেড়ে বেরিয়ে যান। এই সাংগঠনিক বিষয় নিয়ে সুকান্ত ও শুভেন্দুর মধ্যে মতানৈক্য আগেও সামনে এসেছে। অমিত শাহের উপস্থিতিতে আবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সুকান্ত। অপারেশন বাংলার
কথা বলেছেন। পাল্টা মারের হুঁশিয়ারি দিয়ে উপস্থিত কর্মীদের হাততালি কুড়িয়েছেন। শুভেন্দু আবার বলেছেন, “অমিত শাহকে সম্প্রতি তিনটি অবদানের জন্য ধন্যবাদ জানাই। পহেলগাঁওয়ের ঘটনায় রাজ্যের তিনজনের প্রাণ গিয়েছে। বিতান অধিকারীর স্ত্রী নাগরিকত্বের দাবি জানিয়েছিলেন। অমিত শাহ সেটা দিয়েছেন। অমিত শাহ রিষড়ার পূর্ণম সাউকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। কোচবিহারের উকিল বর্মনকে ফিরিয়ে দিয়েছেন বিএসএফকে দিয়ে। মুর্শিদাবাদ ধুলিয়ানকে ঠান্ডা করেছেন অমিত শাহ।” এইমুহূর্তে বঙ্গ বিজেপির এই দুই শীর্ষ নেতাই ভাষণে শাহর নজর কাড়ার চেষ্টা করেছেন। ফলে আলোচনায় এইসব বিষয় তুলে এনে বঙ্গ বিজেপিতে সুকান্ত ও শুভেন্দু দুই শিবিরেই চর্চা চলছে, কার পয়েন্ট শেষমেশ বাড়ল অমিত শাহর কাছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.