Advertisement
Advertisement
Esplanade Metro station

ব্যস্ত সময়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ধোঁয়া, আগুন আতঙ্কে হুড়োহুড়ি

প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে।

Smoke at Esplanade Metro station in monday

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 26, 2025 6:21 pm
  • Updated:May 26, 2025 6:34 pm  

নব্যেন্দু হাজরা: কর্মব্যস্ত সময়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ব্লু-লাইনের ডাউন স্টেশনে প্লাটফর্মের মাঝামাঝি জায়গায় থাকা একটি ঘর থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটি শুরু করেন যাত্রীরা।

সঙ্গে সঙ্গে খবর যায় মেট্রো স্টোশনের কন্ট্রোল রুমে। মেট্রোর অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন দুপুরে ব্লু-লাইনের ডাউন স্টেশনের মাঝামাঝি এলাকায় চলমান সিঁড়ির নিচে থাকা একটি ঘর থেকে আগুন বেরতে দেখা যায়। তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রভাব পড়েনি মেট্রো চলাচলেও। 

উল্লেখ্য, যাতায়াতের জন্য কয়েকহাজার যাত্রী এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ব্যবহার করেন। একদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে ব্লু-লাইন মেট্রো পরিষেবা যেমন রয়েছে। ঠিক তেমনই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত গ্রীণ লাইনের মেট্রো পরিষেবা চালু রয়েছে। হাওড়া থেকে ধর্মতলা আসার জন্য অনেকেই এখন মেট্রোর ওপর ভরসা করেন। এদিকে সপ্তাহের প্রথমদিনে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিত্য যাত্রীদের মধ্যে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement