Advertisement
Advertisement
Sealdah

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ‘বাংলাদেশি’ বলে বেধড়ক মার! উত্তেজনা শিয়ালদহে

মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা। 

Some student of calcutta university allegedly beaten in Sealdah
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 21, 2025 9:15 am
  • Updated:August 21, 2025 9:28 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়ালদহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ হিন্দিভাষী ব্যববাসীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিয়ালদহ রেল ব্রিজ চত্বরে। গুরুতর জখম ৪ ছাত্র। মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা। 

Advertisement

জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের এক ছাত্র শিয়ালদহ ব্রিজের নিচের একটি মোবাইল সরঞ্জামের দোকান কিছু কিনতে গিয়েছিলেন। দরদাম নিয়ে দোকানির সঙ্গে বচসা বাঁধে বলে অভিযোগ। এরপর হস্টেলে ফিরে যান ছাত্র। কিছুক্ষণ পর সহপাঠিদের নিয়ে ফের ওই দোকানে যান। তখনই অশান্তি চরম আকার নেয়। এলাকার হিন্দিভাষী ব্যবসায়ীরা ওই যুবকদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

চার ছাত্র গুরুতর জখম হন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। রাতেই তারা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রসঙ্গত, গত কিছুদিন ধরে ভিনরাজ্যে বাংলা বলায় শ্রমিকদের বাংলাদেশি তোপ দেগে অত্যাচারের অভিযোগ উঠছে। এসবের মাঝে খাস কলকাতায় এহেন ঘটনা বহু প্রশ্ন তুলে দিচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ