Advertisement
Advertisement
Salt Lake

নেশার জন্য ১০০ টাকা দেয়নি! সল্টলেকে মাকে ‘খুন’ করল গুণধর ছেলে

ঘর থেকে উদ্ধার হয় মৃতদেহ।

Son murdered mother in Salt Lake

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:August 26, 2025 4:28 pm
  • Updated:August 26, 2025 4:28 pm   

ফারুক আলম, সল্টলেক: নেশা করার জন্য মায়ের থেকে ১০০ টাকা চেয়েছিল ছেলে! কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন মা। টাকা না পেয়ে গর্ভধারিণী মা-কেই ‘খুন’ করল গুণধর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিধাননগরের সল্টলেকে। মৃতার নাম সরস্বতী মুর্মু (৫০)। পুলিশ তদন্তে নেমে ছেলে মুন্নাকে গ্রেপ্তার করেছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে সল্টলেকের সিজে ব্লকের ১৪০ নম্বর বাড়িতে। ওই এলাকা অভিজাত বলেই পরিচিত। ওই বাড়ির কেয়ারটেকার পদে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন সরস্বতী। তিনি আদপে মুর্শিদাবাদের বাসিন্দা। কাজের জন্য সল্টলেকেই তিনি থাকতেন। ছেলে মুন্না তাঁর সঙ্গে থাকতেন না। জানা গিয়েছে, রবিবার মায়ের কাছে গিয়েছিল ছেলে। সোমবার সকালে নেশা করার জন্য মায়ের কাছে একশো টাকা চেয়েছিল মুন্না। কিন্তু কোনওভাবেই সেই টাকা দিতে চাননি সরস্বতী। অনেক চেয়েও টাকা না পাওয়ায় মাকে গলায় দড়ির ফাঁস দিয়ে ‘খুন’ করে ছেলে। পরে বাড়ি থেকে চলেও যায়।

এদিকে সোমবার বেলা হয়ে গেলেও সরস্বতীকে দেখা না যাওয়ায় আশপাশের লোকজনদের মধ্যে সন্দেহ হয়। স্থানীয়রা ঘরে ঢুকে সরস্বতীকে পড়ে থাকতে দেখেন। থানায় খবর দেওয়া হয়। সোমবার দুপুরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে খুন বলেই মনে করেছিল তদন্তকারীরা। ছেলে মুন্নার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে মা-কে খুনের কথা ছেলে স্বীকার করেছে বলে খবর। আজ, মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ