Advertisement
Advertisement
Kakoli Ghosh Dastidar

মমতার জীবনীতে ‘ব্যক্তিগত কুৎসা’, নাম জড়িয়েছে কাকলিরও! কৌস্তভের বিরুদ্ধে মামলা সাংসদপুত্রের

কলকাতা হাই কোর্টে কৌস্তভ বাগচী-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মামলার পথে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার।

Son of TMC MP Kakoli Ghosh Dastidar to file defamation case against Kaustav Bagchi and other BJP leaders linked to defamation in Mamata Banerjee's biography
Published by: Sucheta Sengupta
  • Posted:June 6, 2025 6:20 pm
  • Updated:June 7, 2025 12:25 am   

রমেন দাস: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা একটি বই ঘিরে আপাতত বিতর্ক তুঙ্গে। জনৈক দীপক ঘোষের লেখা বইটিতে প্রচুর তথ্য বিকৃত করা, অবমাননাকর কথা রয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেকের অভিযোগ, বইটিতে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করা হয়েছে। এই বইয়ের তথ্য প্রথম সামনে আনেন বিজেপির তরুণ নেতা কৌস্তভ বাগচী। তা নিয়ে সোশাল মিডিয়ায় তিনি অপমানজনক বেশ কিছু মন্তব্য করেন। কৌস্তভের পর বিজেপির একাধিক নেতাকেও এনিয়ে কুরুচিকর ‘মজা’ করতে দেখা গিয়েছে। ওই বইতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বারাসতের তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ও তাঁর চিকিৎসক স্বামীকে নিয়ে বিভ্রান্তকর তথ্য রয়েছে বলে এবার অভিযোগে সরব সাংসদপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। এনিয়ে তিনি কলকাতা হাই কোর্টে কৌস্তভ বাগচী-সহ লেখকের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা জানালেন।

Advertisement

চিকিৎসক দম্পতি কাকলি ঘোষ দস্তিদার ও সুদর্শন ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ নিজেও একজন ডাক্তার। দীপককুমার ঘোষের লেখা ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি’ বইটি পড়ে একাধিক ভুল, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্যের কথা তুলে ধরেছেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তাঁর কথায়, ”বইতে দীপককুমার ঘোষ মহাশয় এমন অনেক কিছুই লিখেছেন, যা মানহানিকর। একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে যা খুশি তাই লেখা যায় না। তার কিছু নিয়ম আছে। আমি আইনজীবী নই, কিন্তু আইনের কিছুটা আমিও জানি। বইতে আমার মা-বাবার নাম সরাসরি না থাকলেও যেভাবে বর্ণনা করা হয়েছে, তাতে স্পষ্ট যে তাঁদের কথাই লেখা হয়েছে। মনে রাখবেন, মুখ্যমন্ত্রী বা আমার মা পদাধিকার বলে বেশ কিছু সাংবিধানিক সুরক্ষাকবচ পেয়ে থাকেন।”

বৈদ্যনাথ ঘোষ দস্তিদার আরও জানান, ”আমরা এসবের বিরুদ্ধে হাই কোর্টে রিট পিটিশন করছি। যাতে পরবর্তীতে মানুষ বইয়ে লেখা ওই সব তথ্য নিয়ে আলোচনা করতে না পারেন, তার জন্য এই মামলা। কৌস্তভ বাগচী-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করতে চাই আগামী সপ্তাহে। তাঁরা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুৎসায় শামিল হয়েছেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ