নিরুফা খাতুন: রিজেন্ট পার্কে লুটের ঘটনায় গ্রেপ্তার গৃহকর্ত্রী সোনালি বিশ্বাস ও তাঁর ভাই। জানা গিয়েছে, স্বামীর প্রথম পক্ষের ছেলের বিয়ের জন্য রাখা জন্য রাখা গয়না হাতানোর জন্য বেশ কিছুদিন ধরেই ফাঁদ তৈরি করছিলেন ধৃতরা। নেপথ্যে উঠে এসেছে প্রতিহিংসার তত্ত্ব। ঘটনার সঙ্গে ধৃত ২ জন ছাড়া আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্য়ায়। ওইদিন রিজেন্ট পার্ক থানা এলাকার একটি বাড়িতে লুটপাটের অভিযোগ ওঠে। ৪ লক্ষ টাকার সোনার গয়না উধাও হয়েছে বলে দাবি করেন গৃহকর্ত্রী। তদন্তে নেমে একাধিক জায়গায় খটকা লাগে তদন্তকারীদের। কারণ, বাড়ি থেকে এত গয়না খোয়া গেলেও ধৃত সোনালির গা ভর্তি অলঙ্কার ছিল। এরপরই তাঁকে চেপে ধরে পুলিশ। তদন্তকারীদের দাবি, টানা জেরায় ভেঙে পড়েন মহিলা। অভিযোগ স্বীকার করে নাকি সোনালী জানিয়েছেন, লুটের ছক কষেছিলেন তিনিই।
কিন্তু কেন হামলার ছক? সোনালি বিশ্বাসের দাবি, তাঁর ভাই স্বামীর কাছে কয়েকমাস আগে ৬ লক্ষ টাকা ধার চেয়েছিলেন। কিন্তু তিনি সেই টাকা দেননি। এদিকে প্রথমপক্ষের ছেলের বিয়ের জন্য প্রচুর সোনা কিনেছেন। তাতেই সোনালির মনে ক্ষোভ জমতে শুরু করে। সেই থেকেই ভাইয়ের সঙ্গে মিলে লুটের ছক কষতে থাকেন তিনি। পরিকল্পনামাফিক সোমবার রাতে হয় ‘অপারেশন’। পুলিশ সূত্রে খবর, সোনালি ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেটাও দেখা হচ্ছে। কথা বলা হবে ধৃতের স্বামীর সঙ্গেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.