Advertisement
Advertisement
Abhishek Banerjee

পুজোর মরশুমে অভিষেকের সঙ্গে বৈঠকে শোভন-বৈশাখী, তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা?

কী কথা হল?

Sovan chatterjee meets Abhishek Banerjee
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 26, 2025 9:02 am
  • Updated:September 26, 2025 9:02 am   

স্টাফ রিপোর্টার: চতুর্থীর সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার তাঁদের মধ্যে সাড়ে তিন ঘণ্টা কথা হয়েছে। পরে বেরিয়ে শোভন বলেন, “অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। ও অনেক পরিণত। অভিষেকের সঙ্গে সাক্ষাতে আমি মুগ্ধ, সমৃদ্ধ।” তৃণমূলে তাঁর সক্রিয় হওয়া নিয়ে শোভন জানিয়েছেন, এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক সিদ্ধান্ত নেবেন।

Advertisement

সূত্রের খবর, অভিষেককে শোভন জানিয়েছেন, দলের কাজে তিনি আগ্রহী। দল তাঁকে যেখানে যে পরিস্থিতিতে কাজে লাগাবে তা-ই তিনি করবেন। তৃণমূলের সংগঠনে এক সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন শোভন। দীর্ঘদিন মেয়রের দায়িত্ব পালন করেছেন। ছিলেন রাজ্যের মন্ত্রীও। পরে তৃণমূল ছেড়ে ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন। তবে কোনওদিনই সক্রিয় ছিলেন না। পরে বিজেপিও ত্যাগ করেন। রাজনীতি থেকেই সরে এসেছিলেন। যদিও আরও পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করেন। নেত্রীর সঙ্গে তো বটেই, দলের সঙ্গেও তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ও শোভনের সরাসরি দলের হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ স্বাভাবিকভাবেই তৃণমূল রাজনীতিতে তাঁর নতুন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

বৈশাখী এই সাক্ষাৎ নিয়ে সংবাদমাধ্যমে বলেছেন, “আমার কাছে এটা শ্রেষ্ঠ শারদ উপহার। শোভনের সক্রিয়তা সময়ের অপেক্ষা।” তাঁর কথায়, “মমতাদির সঙ্গে শোভনের ভালোবাসার সম্পর্কটা কাছ থেকে বেশ কয়েকবার দেখার সুযোগ হয়েছে, আজ দেখলাম শোভন-অভিষেকের পরস্পরের প্রতি আবেগও।” সেই আবেগের কথা শোনা গিয়েছে শোভনের গলাতেও। বলেছেন, “আমি আবার কাজ করতে চাই। রাজনীতিতে ফিরতে চাই এবং সেটা তৃণমূলে থেকেই। কারণ, তৃণমূল আমার কাছে শুধু একটা রাজনৈতিক দল নয়, পরিবারও, রক্তের সম্পর্ক।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ