বিধান নস্কর, দমদম: ‘দাগি অযোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে SSC। তা সত্ত্বেও কেন নতুন করে পরীক্ষা দিতে হবে, এই প্রশ্ন তুলে ফের SSC ভবন অভিযানের (SSC Abhijan) ডাক চাকরিহারাদের একাংশের। SSC ভবন অভিযান শুরুর আগে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুমন বিশ্বাসকে আটকের চেষ্টা হয়েছে বলেই দাবি। সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
সঞ্জয় বিশ্বাস নামে এক সোশাল মিডিয়া ব্যবহারকারীর অ্যাকাউন্টে একটি ভিডিও দেখা গিয়েছে। ওই ভিডিওটি করুণাময়ী মেট্রো স্টেশনের। একজন নীল শার্ট পরা ব্যক্তির সঙ্গে সুমন বিশ্বাসকে ধস্তাধস্তি করতে দেখা গিয়েছে। নীল শার্ট পরা ওই ব্যক্তিকে ভিডিওতে পুলিশ আধিকারিক হিসাবে উল্লেখ করা হয়েছে। শোনা যাচ্ছে, “বিধাননগর উত্তর থানার পুলিশরা সুমন বিশ্বাসকে হেনস্তা করছে। কোনও FIR, মামলা না থাকা সত্ত্বেও তাঁকে ধরার চেষ্টা করা হচ্ছে।” ওই ভিডিওতে যদিও নীল শার্ট ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, সুমনকে ধরতে আসেননি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ আগস্ট এসএসসি ভবন অভিযান ছিল ‘যোগ্য’ চাকরিহারাদের। ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাস সোশাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান। ওইদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায়। তাঁর খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি চালায় বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। আদিসপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে পাকড়াও করা হয়। মগড়া থানায় আটক করে রাখা হয়েছে তাঁকে। ঘটনার ৮-৯ ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয় পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.