ধীমান রক্ষিত: আরও দীর্ঘ ‘দাগি অযোগ্য’ তালিকা। নতুন করে জুড়ল দু’জনের নাম। শনিবার মধ্যরাতে জুড়ল আরও দু’জনের নাম। ফলে ১৮০৪ জনের জায়গায় ‘দাগি অযোগ্য’র সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮০৬ জন।
শনিবার সন্ধ্যায় অযোগ্যদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। মোট ১ হাজার ৮০৪ জনের নাম প্রকাশ হয়েছে। তালিকায় ছিল অযোগ্যদের নাম, রোল এবং সিরিয়াল নম্বরও।জানা গিয়েছে, এই তালিকা প্রকাশের আগে দফায় দফায় বৈঠক সারেন কমিশনের আধিকারিকরা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উপস্থিতি ওই বৈঠক হয় বলে খবর। এরপরেই এই তালিকা প্রকাশ। সুপ্রিম নির্দেশ মেনেই আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশনার। তার আগে এই তালিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবারই শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। বিচারপতি সঞ্জয়কুমার শর্মা ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৬ সালের এসএসসি প্যানেলের ‘দাগি’ ১৯০০ জনের নামের তালিকা প্রকাশ করে দেবে কমিশন। যদিও শনিবারের প্রকাশিত তালিকায় নাম রয়েছে ১৮০৪ জনের। ওই তালিকার সঙ্গে এসএসসির তরফে দেওয়া একটি বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয় জল্পনা। ওই নোটে এই লিস্টকে ‘প্রথম তালিকা’ বলে চিহ্নিত করা হয়েছে। এরপর মধ্যরাতে আরও একটি তালিকা প্রকাশ করে দু’জনের নাম সংযোজন করা হয়। তার ফলে ‘দাগি অযোগ্য’র সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮০৬ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.