Advertisement
Advertisement
SSC Case

নতুন করে পরীক্ষায় বসার দাবি, SSC-র তালিকা প্রকাশের পরই হাই কোর্টে মামলা ‘দাগি’দের একাংশের

মঙ্গলবার শুনানির সম্ভাবনা।

SSC Case: Tainted Candidates Seek Inclusion in New Hiring, file case in Calcutta HC

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:September 1, 2025 11:16 am
  • Updated:September 1, 2025 2:08 pm   

গোবিন্দ রায়: ফের আদালতের দোরগোড়ায় এসএসসি মামলা (SSC Case)। শনিবার স্কুল সার্ভিস কমিশন ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশের পরই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে আদালতের দ্বারস্থ হল তাঁদের একাংশ। সোমবার কলকাতা হাই কোর্টে এই মর্মে মামলা দায়ের করেছেন প্রায় সাড়ে ৩০০ ‘অযোগ্য’ প্রার্থী। তাঁদের মূল দাবি, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হবে, তাতে বসতে চান। এসএসসি নিয়ম মেনে ‘দাগি’দের তালিকা প্রকাশ করেনি, এই অভিযোগ তুলে পরীক্ষায় বসার দাবি জানিয়েছেন তাঁরা। কলকাতা হাই কোর্ট মামলাটি গ্রহণ করেছে। মঙ্গলবার বিচারপতি সৌমেন ভট্টাচার্যর এজলাসে শুনানির সম্ভাবনা।

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বহু টানাপোড়েনের পর শনিবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশন ‘দাগি’দের তালিকা প্রকাশ করেছে। নাম রয়েছে ১৮০৬ জনের। এঁদের মধ্যে শাসকদল ঘনিষ্ঠ একাধিকজনের নামও রয়েছে। তা নিয়ে বিতর্কের মাঝে ফের আদালতে গড়াল এই মামলা। ‘দাগি’ তালিকায় থাকা প্রার্থীদের একাংশের দাবি, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে তালিকাটি প্রকাশিত হয়নি। কীসের ভিত্তিতে তা হয়েছে? এই প্রশ্নও তুলেছেন তাঁদের কেউ কেউ। কারও আবার দাবি, তাঁরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। কেন ‘অযোগ্য’ তালিকায় নাম উঠেছে, বুঝতে পারছেন না।

এসব যুক্তিতে ‘দাগি’দের একাংশ চান, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকার নতুন করে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা নেবে, তাতে অংশ নিতে চান তাঁরা। অন্তত সাড়ে ৩০০ চাকরিপ্রার্থী এই দাবিতে হাই কোর্টে মামলা করেন। মঙ্গলবার বিচারপতি সৌমেন ভট্টাচার্যর এজলাসে সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ