Advertisement
Advertisement
SSC

অবৈধ নিয়োগের জন্য পার্থরাই চাপ দেন! আদালতে সাক্ষ্য SSC-র প্রাক্তন চেয়ারম্যানের

ব্রাত্য বসুকে 'ক্লিনচিট' এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের।

SSC case: Witness against Partha Chatterjee by Ex Chairman of SSC at CBI special court
Published by: Sucheta Sengupta
  • Posted:September 19, 2025 3:44 pm
  • Updated:September 19, 2025 7:02 pm  

অর্ণব আইচ: শিক্ষক নিয়োগ দুর্নীতির তিন মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শুক্রবার থেকে শুরু হল বিচার প্রক্রিয়া। এসএসসি নবম-দশম, একাদশ-দ্বাদশ ও গ্রুপ সি – এই তিন মামলায় একসঙ্গে শুনানি চলছে। আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ এসএসসির একাধিক কর্তাব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। এদিন সাক্ষ্যগ্রহণের শুরুতেই চাঞ্চল্যকর দাবি করেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়রা বেআইনিভাবে নিয়োগের জন্য চাপ দিতেন! তবে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ‘ক্লিনচিট’ দিয়েছেন চিত্তরঞ্জনবাবু।

Advertisement

শুক্রবার এই মামলায় প্রথমবার সিবিআইয়ের বিশেষ আদালতে সাক্ষী হিসেবে হাজির করানো হয় চিত্তরঞ্জন মণ্ডলকে। তিনি সাক্ষ্য দিতে গিয়ে পার্থ, মুকুলদের কাঠগড়ায় তোলেন। তাঁর সাক্ষ্য অনুযায়ী, মুকুল রায়, পার্থ চট্টোপাধ‍্যায়রা তাঁর উপর চাপ তৈরি করেছিলেন বেআইনিভাবে নিয়োগের জন্য। তবে তৎকালীন মন্ত্রী ব্রাত‍্য বসুর তরফে এনিয়ে কোনও চাপ ছিল না বলেও আদালতকে জানান চিত্তরঞ্জনবাবু। তিনি আরও জানান, ২০১১ সালের মুখ্যমন্ত্রীর কথায় এসএসসি-র চেয়ারম্যান পদের দায়িত্ব নিয়েছিলেন। তারপর নাকি তাঁর উপর ব্যাপক চাপ এসেছিল নেতা, মন্ত্রীদের তরফে। চিত্তরঞ্জনকে চেয়ারম‍্যান হিসাবে নিয়োগের প্রসঙ্গে মুখ‍্যমন্ত্রীর কথা ওঠায় আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তা মামলায় না রাখার অনুরোধ বলেন।

সাক্ষ্যগ্রহণের সময় পার্থ চট্টোপাধ‍্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলকে তাঁর বর্তমান রজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন করেন। কোনও বিশেষ রাজনৈতিক দলের ‘চাপে’ মিথ‍্যা সাক্ষ্য দিচ্ছেন কিনা, জানতে চান। চিত্তরঞ্জনবাবু তা অস্বীকার করে জানান, তেমনটা একেবারেই নয়। 

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও বিচারাধীন। এর মধ্যে গ্রুপ সি-সহ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু অন্যান্য মামলা থাকায় তিনি এখনও জেলবন্দি। তারই মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই আদালতে বিচারপর্ব শুরু হল পার্থ ও অন্যান্যদের বিরুদ্ধে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement