স্টাফ রিপোর্টার: চাকরিহারা শিক্ষকদের অনেকেই ফিরে যেতে চাইছেন ছেড়ে আসা পুরনো সরকারি চাকরিতে। সে জন্য স্কুল শিক্ষাদপ্তরে আবেদনও জানিয়েছেন। আবেদনকারীরা ‘যোগ্য’ না ‘অযোগ্য’ যাচাই করতে শিক্ষাদপ্তর নির্দেশ পাঠাল ডিআইদের কাছে।
জানা গিয়েছে, যোগ্য শিক্ষকদের পুরনো চাকরির যাবতীয় তথ্য দেওয়ার জন্য একটি ফরম্যাটও পাঠানো হয়েছে। তিন দিনের মধ্যে রিপোর্ট তৈরি করে শিক্ষাদপ্তরে জমা দিতে হবে। ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, চাকরিহারাদের মধ্যে যাঁরা ‘যোগ্য’, তাঁরা পুরনো সরকারি চাকরিতে ফিরে যেতে পারেন। তবে চাকরিহারা শিক্ষাকর্মীরা তেমন কোনও সুবিধা পাবেন না।
এরপরই চাকরিহারা শিক্ষকদের অনেকে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করেন। ১,৫৫৬টি আবেদন জমা পড়েছে। বিকাশ ভবন, শিক্ষা দপ্তরের কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি, প্রাইমারি, জেলা প্রাইমারিতে এ সংক্রান্ত আবেদন জমা পড়েছে পৃথকভাবে।
এব্যাপারে ডিআইদের যে ফরম্যাট পাঠানো হয়েছে, সেখানে জানাতে হবে আবেদনকারীরা আগে কোথায় চাকরি করতেন। ২০১৬ এসএলএসটিতে কোন স্কুলে তাঁরা যোগদান করেছিলেন। সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর কাজে যোগ দেওয়ার পরে ‘অ্যাপ্রুভাল’ হয়েছিল কি না, ঠিকমতো বেতন পাচ্ছিলেন কি না ইত্যাদি যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই পরীক্ষায় চাকরিহারা শিক্ষকরা বসবেন না বলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন একাংশ। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল রায় পুর্নবিবেচনার জন্য আবেদন জানিয়েছে রেখেছে রাজ্য সরকার। সেই মামলার শুনানি এখনও হয়নি। এই আবহে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন জানাচ্ছেন চাকরিহারাদের একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.