রমেন দাস: এবার প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়িতে চাকরিহারাদের একাংশ। রবিবার দুপুরে তাঁর সল্টলেকের বাড়িতে যান চাকরিহারারা। নিজেদের সমস্যার কথা তুলে ধরে সমাধানের পথ জানতে চান তাঁরা। গোটা বিষয়টা শুনে প্রয়োজনীয় পরামর্শও দেন তিনি।
সুপ্রিম কোর্টের রায়ে বাতিল এসএসসির ২০১৬ সালের প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। যদিও নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ চাকরিহারাদের একাংশ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তাঁরা। এদিকে একাধিকবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের আর্জি জানিয়েছেন তাঁরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হলেও রফাসূত্র মেলেনি। পরবর্তীতে রাজ্যের তরফে সাফ জানানো হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী পরীক্ষায় বসতেই হবে। এদিকে কোনও পরিস্থিতিতেই পরীক্ষায় বসতে রাজি নন চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা।
সমাধান সূত্র পেতে আগে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন চাকরিহারারা। রবিবার দুপুরে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়িতে যান চাকরিহারা আন্দোলনকারীদের একাংশ। বেরিয়ে তাঁদের তরফে সুমন বিশ্বাস বলেন, “রাজ্যে যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, আইনকানুন বোঝেন, তাঁদের সঙ্গে দেখা করছি। সুপ্রিম কোর্টে সিবিআইকে পার্টি করে মামলা লড়েছি এই সুমন। জানি ওএমআর প্রকাশ হলে তবেই দুর্নীতি সামনে আসবে। তাহলেই একমাত্র চাকরি ফেরত পাওয়া সম্ভব। আজ স্যারের থেকেও পরামর্শ চাইতে গিয়েছিলাম। কিছু জিনিস জানতে পারলাম। কিছু জানা গেল না। সবটা মিলিয়েই আমরা লড়ব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.