বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভ। নিজস্ব চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা ছাড়াই ‘যোগ্য’দের পুনর্বহালের দাবিতে অনড় এসএসসি-র চাকরিহারারা। সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটের ভিত্তিতে অযোগ্যদের বাদ দিয়ে, ‘যোগ্য’দের নিয়ে নতুন প্যানেল তৈরি করার প্রস্তাব আন্দোলনকারীদের। পাশাপাশি তাঁদের অভিযোগ, আদালত সুবিচার দিতে পারেনি। তাই এবার আর শুধু বাংলা নয়, আন্দোলন হবে দিল্লিমুখীও। সোমবার শিক্ষাসচিবের সঙ্গে ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন আন্দোলনকারীর প্রতিনিধিরা।
সুপ্রিম কোর্টের রায়ে বাতিল এসএসসির ২০১৬ সালের প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। যদিও নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ চাকরিহারাদের একাংশ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তাঁরা। নিজেদের চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। এদিন তাঁদের ৬ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষাসচিব বিনোদ কুমার। প্রায় ২ ঘণ্টা চলে বৈঠক। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা।
আন্দোলনকারীদের প্রতিনিধি বৃন্দাবন ঘোষ জানান, বৈঠকে নিজেদের প্রস্তাব জানিয়েছেন আন্দোলনকারীরা। কিন্তু অনেক প্রশ্নের উত্তর মেলেনি। কারণ, চাকরিহারাদের এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দিতে পারবেন, সচিবের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রতিনিধিরা। তবে এদিনের বৈঠকে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন আন্দোলনকারীরা। আপাতত নিয়োগ বিজ্ঞপ্তি যাতে জারি না করা হয়, বৈঠকেও সেই দাবি জানিয়েছেন। বদলে ‘যোগ্য’ হিসেবে চিহ্নিতদের নিয়ে নতুন প্যানেল তৈরি করার প্রস্তাব দিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে বৃন্দাবন ঘোষ জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশ ৩১ মে-র মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে। কিন্তু আমরা মানসিক বা শারীরিকভাবে আর পরীক্ষা দিতে তৈরি নই। মেধার বিচারে চাকরি পেয়েছি। নথি যাচাই হয়েছে বহুবার। রিভিউর মাধ্যমে আমাদের চাকরি নিশ্চিত করা হোক।” তাঁর আরও দাবি, সিবিআই যে ওএমআর শিট উদ্ধার করেছে তাকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, হাই কোর্টও। তাই সেই ওএমআর-কে ভিত্তি করে নতুন প্যানেল তৈরি করা হোক।
আন্দোলনকারীরা আদালতের রায় নিয়েও খুশি নয়। তাঁদের দাবি, সুপ্রিম কোর্ট মানবিকভাবে তাঁদের দিক বিচার করেনি। সুবিচার দিতে পারেনি। তাই রাজ্যের পাশাপাশি দিল্লিতেও আন্দোলন হবে। তবে সেই কর্মসূচি এখনও জানাননি এসএসসির চাকরিহারারা। সবমিলিয়ে এদিনের বৈঠকেও আন্দোলনের রফাসূত্র অধরাই রইল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.