ফাইল চিত্র।
স্টাফ রিপোর্টার: ফের উচ্চ প্রাথমিকে নিয়োগের তৎপরতা শুরু করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের ১,২৪১ জনের নিয়োগ এখনও হয়নি। এই চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
কোর্টের নির্দেশ পাওয়ার পরই ১,২১৪ জনের নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। খুব শীঘ্রই এই নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে এসএসসি সূত্রের খবর। এর আগে মোট আট দফায় ১২ হাজার ৭২৩ জনের কাউন্সেলিং সম্পন্ন করে এসএসসি। এর মধ্যে ৯ হাজার ৭০০ জনের উচ্চ প্রাথমিকে নিয়োগ হয়ে গিয়েছে। বাকিরা বিভিন্ন রাজ্য, কেন্দ্রীয় সরকারি দপ্তর বা মোটা টাকার বেসরকারি সংস্থায় চাকরি পেয়ে যাওয়ায় কাউন্সেলিংয়ে অংশ নেননি। আট বার কাউন্সেলিংয়ের মধ্যে প্রথমবার ৮,৭৪৯ জন, দ্বিতীয়বার ২,৫৯৫ জন, তৃতীয়বার ৭২৪ জন, চতুর্থবার ২৬১ জন, পঞ্চমবার ১৫৩ জন, ষষ্ঠবার ৭২৭ জন এবং সপ্তমবার ১২১ জন, অষ্টমবার ৪৮ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়।
এবার নতুন করে আরও ১,২৪১ জনের নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং শুরু করতে চলেছে এসএসসি। নতুন করে এই ১,২৪১ জনের শূন্য পদের তথ্য চেয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে চিঠি দিয়েছে এসএসসি। এসএসসি-র চিঠি পাওয়ার পর স্কুল জেলা পরিদর্শকদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তর। বেশ কয়েকটি জেলায় স্কুল পরিদর্শকরা দ্রুততার সঙ্গে এই তথ্য সংগ্রহের কাজ করছেন। পুজোর ছুটির পরই সেই তথ্য নিয়ে এসএসসি-র কাছে পাঠানো হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.