সুদীপ রায়চৌধুরী: রাজ্য নির্বাচন কমিশনের শীর্ষ পদে বড় রদবদল। নতুন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে যোগ দিতে চলেছেন ২০১১ ব্যাচের আইএএস আধিকারিক এস অরুণ প্রসাদ। পাশাপাশি নতুন যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে যোগ দিচ্ছেন ২০১৩ সাল ব্যাচের আইএএস আধিকারিক হরিশঙ্কর পানিক্কর।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সে কথা মাথায় রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। কমিশনের এই দুই শীর্ষ পদে আধিকারিক নিয়োগ করতে নামের তালিকা পাঠাতে বলে হয়েছিল কমিশনের তরফে। রাজ্য সরকারের পাঠানো নামের প্যানেল থেকে এই দুই আধিকারিককে বেছে নেওয়ার কথা জানানো হয়েছে কমিশনের তরফে। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি পাঠান জাতীয় নির্বাচন কমিশনের মুখ্যসচিব রাহুল শর্মা। একইসঙ্গে চিঠিতে ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকের শূন্য পদে তিনজনের নতুন তালিকা পাঠাতে বলেছে কমিশন। যেখানে বলা হয়েছে, ওই তালিকায় অন্তত তিন জন এমন অফিসারের নাম থাকতে হবে যাঁদের নির্বাচনী কাজে উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।
জানা যাচ্ছে, কমিশনের নির্দেশ মেনে দ্রুত নতুন প্যানেল পাঠানোর প্রস্তুতি শুরু করেছে নবান্ন। রাজনৈতিক মহলের মতে, আগামী দিনে ভোটপ্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনায় এই বদল ও নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত, বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় এসআইআর করতে চায় কমিশন। যা নিয়ে রাজনৈতিক সংঘাত চরম আকার নিয়েছে। অনুমান করা হচ্ছে, রাজ্যে এসআইআর শুরুর আগে সিইও দপ্তরের শূন্য পদগুলো দ্রুত পুরণের লক্ষ্যেই কমিশনের এই তৎপরতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.