স্টাফ রিপোর্টার: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তার মধ্যেই বৃহস্পতিবার রাজ্যের ২৪টি জেলার জন্য ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা-সহ মোট ২০টি জেলার ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তবে বাকি রয়েছে উত্তর ২৪ পরগনা-সহ পাঁচ জেলা।
কমিশন সূত্রে খবর, ওই পাঁচ জেলার ২০০২ সালের ভোটার তালিকাও এদিন রাতের মধ্যেই প্রকাশ করা হয়ে যাবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, তা জানতে বুধবার জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। তারই ভিত্তিতে এদিন রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর-প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে।
একইসঙ্গে এসআইআর হলে রাজ্যের সিইও-র দপ্তর যে এই মুহূর্তে প্রস্তুত, তা পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কমিশন আগেই জানিয়ে দিয়েছিল বুথ প্রতি সর্বোচ্চ ভোটার সংখ্যা হবে ১২০০। জানা যাচ্ছে, সেই নির্দেশিকা মেনে রাজ্যের ৮০ হাজার ৬৮০টি বুথ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজারের কিছু বেশি। ইতিমধ্যেই বর্ধিত বুথের সংখ্যাও পাঠানো হয়েছে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে। এদিন ভোটার তালিকা প্রকাশ করে সিইও দপ্তর কমিশনকে জানিয়ে দিয়েছে, বাংলায় এসআইআর-এর জন্য তারা প্রস্তুত।
২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা দেখা যাবে কমিশনের ওয়েবসাইটে। নির্দিষ্ট URL টাইপ করে নিজের বিধানসভা কেন্দ্রের নাম, বুথের নাম লিখলেই দেখতে পাবেন সেই তালিকায় আপনার বা আপনার পরিবারের সদস্যদের নাম রয়েছে কিনা। এপিক নম্বর দিয়েও দেখতে পাবেন। রইল ওয়েবসাইটের লিংক –
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.