সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়কে রাজ্য সরকারের তরফে সর্বোচ্চ সম্মানেই বিদায় জানানো হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গান স্যালুট দিয়ে তাঁকে শেষ সম্মান জানানো হবে৷ সোমবার বেলভিউ হাসপাতালে গিয়ে সোমনাথবাবুকে শেষ শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী৷ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সোমনাথদার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত৷ গোটা দেশের এটা একটা বড় ক্ষতি৷’’
রাজ্য সরকারের তরফে প্রাক্তন এই অধ্যক্ষকে সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সোমনাথদার মৃতদেহ প্রথমে হাই কোর্টে নিয়ে যাওয়া হবে৷ কারণ, তিনি দীর্ঘদিন ধরে হাই কোর্টের আইনজীবী হিসাবে কাজ করেছিলেন৷ হাই কোর্টে তাঁকে শ্রদ্ধা জানানোর পর বিধানসভায় তাঁকে নিয়ে যাওয়া হবে৷ ওখানেই রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান গান স্যালুট দেওয়া হবে৷ তারপর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে৷ নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে৷ সেখান থেকে তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷ কারণ, মৃত্যুর আগে তিনি তাঁর দেহ দান করে গিয়েছেন৷ সেখানেই তাঁর মৃতদেহ রাখা হবে৷’’
অন্যদিকে, প্রাক্তন অধ্যক্ষ তথা দল থেকে বহিষ্কৃত সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে আজ স্থগিত রাখা হয়েছে সিপিএমের রাজ্য কমিটির বৈঠক৷ সিপিএমের তরফে তাঁর মৃতদেহ বিধানসভায় নিয়ে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়৷ কিন্তু, সোমনাথবাবুর মতো একজন জাতীয় রাজনীতিবিদের মৃত্যুর পর কেন এত তৎপর হয়ে উঠেছে সিপিএম? উঠছে প্রশ্ন৷ দল থেকে বহিষ্কৃত সদস্যদের জন্য রাজ্য কমিটির বৈঠক বাতিল করার সিদ্ধান্তেও বিতর্ক তৈরি হয়েছে৷ প্রশ্ন উঠছে, যখন তাঁকে সম্মান দিয়ে দলে ফেরানো গেল না, তখন তাঁর মৃত্যুর পর কেন বাম নেতৃত্বের এত তৎপরতা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.