Advertisement
Advertisement
GRSE

প্রযুক্তি-পথে বড় লাফ! অত্যাধুনিক গবেষণাযান তৈরি করবে গার্ডেনরিচ

তৈরি করতে খরচ পড়বে ৮৪০ কোটি টাকা।

‘Steel-Cutting’ of a ‘Cutting-Edge’ research vessel for NCPOR, MoES in GRSE
Published by: Biswadip Dey
  • Posted:December 3, 2024 5:16 pm
  • Updated:December 3, 2024 5:16 pm   

অর্ণব আইচ: বড় পদক্ষেপ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)। গত ২৯ নভেম্বর এক গবেষণাযানের নির্মাণকাজ শুরু করল তারা। গত ১৬ জুলাই এই নির্মাণ নিয়ে একটি চুক্তি হয় জিআরএসই এবং ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ সংস্থা এনসিপিওআরের। অবশেষে শুরু হল নির্মাণ। একে প্রযুক্তি-পথে বড় লাফ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

এই গবেষণাযান তৈরি করতে খরচ পড়বে ৮৪০ কোটি টাকা। এই জাহাজটি ৮৯.৫ মিটার লম্বা এবং ১৮.৮ মিটার চওড়া। গভীরতা ১২.৫ মিটার। ওজন ৫ হাজার ৯০০ টন। সমুদ্রের নিচে সর্বোচ্চ ৬ হাজার মিটার পর্যন্ত নামতে পারবে এটি। এই ওআরভি তথা গবেষণাযানটি একবার নির্মিত হয়ে গেলে তা বহু গুরুত্বপূ্র্ণ কাজে ব্যবহৃত হবে বলে মনে করা হচ্ছে। উপকূলবর্তী অঞ্চল ও সমুদ্রের গভীরে জিওফিজিক্যাল সিসমিক সার্ভের পাশাপাশি নমুনা সংগ্রহের মতো নানা কাজেই সিদ্ধহস্ত হবে এই জাহাজ।

প্রসঙ্গত, ২৯ নভেম্বর জাহাজটির ‘স্টিল কাটিং’ উপলক্ষে উপস্থিত ছিলেন ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ড. এম রবিচন্দ্রন, জিআরএসই-র অবসরপ্রাপ্ত সভাপতি ও ম্যানেজিং ডিরেক্টর পি আর হরি প্রমুখ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ