Advertisement
Advertisement
Sukanta Majumdar

মাঝরাস্তায় সাক্ষাতের পরই আটক সুকান্ত ও চিকিৎসক রজতশুভ্র, ভবানীপুরে ধুন্ধুমার

লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে তাদের।

Sukanta Majumdar and DR Rajatsubhra Banerjee detain from Bhowanipore
Published by: Sayani Sen
  • Posted:June 20, 2025 4:53 pm
  • Updated:June 20, 2025 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝরাস্তায় সাক্ষাতের পরই কলকাতা পুলিশ আটক করল সুকান্ত মজুমদার ও চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়কে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ভবানীপুরে ব্যাপক উত্তেজনা। বিজেপি কর্মীরা পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করে। বাধা অগ্রাহ্য করে তাদের সোজা লালবাজারে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার ভবানীপুরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে যান সুকান্ত মজুমদার। পুলিশের বাধা উপেক্ষা করে বাইকে চড়ে সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। এরপরই হরিশ মুখার্জী রোডে চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে স্থির করেন সুকান্ত। সেই অনুযায়ী গাড়ি এগোতে না এগোতেই তাঁকে বাধা দেয় পুলিশ। জানানো হয়, এই মুহূর্তে চিকিৎসক বাড়িতে নেই। এদিকে, তার কিছুক্ষণের মধ্যে সোশাল মিডিয়ায় বিজেপির তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। যাতে দেখা গিয়েছে, বাড়িতেই রয়েছেন চিকিৎসক। তাতে উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। এভাবে প্রায় ঘণ্টাখানেক সময় কেটে যায়।

ইতিমধ্যে নিজের বাড়ি থেকে হেঁটে হরিশ মুখার্জী রোডে পৌঁছন চিকিৎসক। বলে রাখা ভালো, লন্ডন সফরের মাঝে কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করেছিলেন চিকিৎসক রজতশুভ্র মুখোপাধ্যায়। শুক্রবার মাঝরাস্তায় দাঁড়িয়ে সেই চিকিৎসকের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতির বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপরই দু’জনকে আটক করা হয়। তাতে বাধা দিতে যান বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, তাঁদের কার্যত টেনেহিঁচড়ে সরিয়ে পুলিশের গাড়ি এগিয়ে যায়। দু’জনকে সোজা নিয়ে যাওয়া হয় লালবাজারে। এই ঘটনায় রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement