Advertisement
Advertisement

Breaking News

Sukanta Majumdar

জামিন নিতে অস্বীকার! রাতভর আটক থাকার পর ছাড়া পেলেন সুকান্ত 

"কেন আমাদের ধরে আনা হল?" প্রশ্ন সুকান্তর।

Sukanta Majumdar released after overnight detention in Lalbazar
Published by: Subhankar Patra
  • Posted:June 29, 2025 12:14 pm
  • Updated:June 29, 2025 1:36 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাতভর লালবাজারে থাকার পর রবিবার সকালে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ আটক অন্যান্য বিজেপি নেতৃত্ব। বেল বন্ডে সই করে জামিন নিতে অস্বীকার করায় রাতভর লালবাজারেই ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আজ, রবিবার সকালে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। সেখান থেকে বেরিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সুকান্ত।

সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘লালবাজারে সেন্ট্রাল জেলে আটকে রাখার পর সকালে আমাদের ছেড়ে দেওয়া হয়। বেআইনি ভাবে আমাদের আটকে রাখা হয়েছিল।’ লালবাজার থেকে বেরিয়ে সুকান্ত বলেন, “আমাদের বেল বন্ডে সই করে জামিন নেওয়ার কথা বলছিল। আমরা তা চাইনি। সকালে আমাদের চলে যেতে বলা হয়।” “কেন আমাদের ধরে আনা হল?” প্রশ্ন তুলেছেন সুকান্ত।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত আরও প্রশ্ন তুলে বলেন, “আট মাসের ব্যবধানে শহরে দু’টি ধর্ষণ কাণ্ড। একটিতে নির্যাতিতার মৃত্যু হয়েছে (আর জি কর কাণ্ড)। একজন মৃত্যুর মুখ থেকে ফিরেছে (কসবা কাণ্ড)। কোথায় প্রশাসন?”

উল্লেখ্য, কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছিল বিজেপি। সেই সময় সুকান্ত-সহ আরও অনেককে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। সকালে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। তারপর বাইরে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন সুকান্ত মজুমদার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement