Advertisement
Advertisement
Sukantar Majumdar

সুকান্তর স্ত্রীর দুই ভোটার কার্ড! নাড্ডার কাছে নালিশ বিজেপি বাঁচাও মঞ্চের, প্রকাশ্যে কোন্দল

শাসকদলকে নিশানা করতে এসে চাপে পড়ল বিজেপিই।

Sukanta Majumdar's wife has two voter cards, BJP Bachao Mancha complains to Nadda

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। নিজস্ব চিত্র

Published by: Amit Kumar Das
  • Posted:May 25, 2025 2:40 pm
  • Updated:May 25, 2025 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদারের দু’জায়গায় ভোটার কার্ড নিয়ে বিতর্ক শুরু হওয়ায় অস্বস্তি বাড়ল বিজেপির। সামনে চলে এল গোষ্ঠীকোন্দলও। বিজেপি বাঁচাও মঞ্চের এক সদস‌্য সুকান্তর বিরুদ্ধে অভিযোগ জানালেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে।

Advertisement

একই ব‌্যক্তির ভোটার তালিকায় নাম নিয়ে যখন বঙ্গ বিজেপি সরব। নির্বাচন কমিশনের কাছে বারে বারে অভিযোগ জানাচ্ছে তারা। তখন তাদের দলের রাজ‌্য সভাপতির স্ত্রীর নামই রয়েছে ভোটার তালিকার দু’জায়গায়। ফলে এই ভোটার তালিকাকে ইস্যু করে রাজ্যের শাসকদলকে নিশানা করতে আসা বিজেপিই এখন কার্যত চাপে পড়ে গিয়েছে। গেরুয়া শিবিরের একাংশের প্রশ্ন, এতদিন কেন কোয়েল মজুমদারের নাম বাদ দেওয়া হয়নি? এখন তা হলে কোথাও দু’জায়গায় ভোটারের নাম নিয়ে অভিযোগ করে শাসকদলকে নিশানা করা যাবে কোন মুখে? এটা নিয়ে অবশ‌্য বঙ্গ বিজেপিতে সুকান্ত বিরোধী শিবির মাঠে নেমে পড়েছে। বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল ফের সামনে চলে এসেছে।

বিজেপি বাঁচাও মঞ্চের এক সদস‌্য সামশুর রহমান বিষয়টি নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠিও দিয়েছেন। দলের রাজ‌্য সভাপতির স্ত্রীর দু’জায়গায় ভোটার কার্ড থাকায় বিজেপিই অস্বস্তিতে পড়ল বলে নাড্ডাকে চিঠিতে জানিয়েছেন সামশুর। উল্লেখ‌্য, সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের কাছে সুকান্তর স্ত্রী কোয়েলের নাম বালুরঘাট ও জলপাইগুড়ি দুই জায়গার ভোটার তালিকাতেই রয়েছে বলে অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূল ইতিমধ্যেই দাবি তুলেছে, দু’জায়গায় ভোটার তালিকায় স্ত্রীর নাম কীভাবে হতে পারে এর জবাব সুকান্ত মজুমদারকে দিতে হবে। বালুরঘাটের বিজেপি সাংসদের অবশ‌্য সাফাই, রাজ‌্য প্রশাসনের ইচ্ছা বা অনিচ্ছাকৃত গাফিলতিতেই এটা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement