Advertisement
Advertisement
ISCON

কলকাতায় ইস্কনের রথের ভার বইবে সুখোইয়ের চাকা, নেপথ্যে ২০ বছরের অনুসন্ধান

কলকাতার ইস্কনের রথ দেখা ও রশি টানার জন্য হাজার হাজার ভক্ত সমাগম হয়।

Sukhoi wheels now on ISKCON's chariot in Kolkata

চাকা লাগানো হচ্ছে রথের।

Published by: Suhrid Das
  • Posted:June 1, 2025 9:32 pm
  • Updated:June 1, 2025 9:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই রথযাত্রা। অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতার ইস্কনেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রথ প্রস্তুতির পাশাপাশি এবার চাকাতেও বড় বদল আসছে। এবার কলকাতার ইস্কনের রথের চাকা যুদ্ধবিমান সুখোইয়ের। বায়ুসেনার যুদ্ধবিমানের চাকার উপর ভর করেই কলকাতার রাস্তায় গড়িয়ে যাবে ইস্কনের রথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথে যুদ্ধবিমানের ফোর্থ জেনারেশনের এই চাকা লাগানো হয়েছে।

Advertisement

কলকাতার ইস্কনের রথ দেখা ও রশি টানার জন্য হাজার হাজার ভক্ত সমাগম হয়। দক্ষিণ কলকাতা থেকে রওনা হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে পার্ক স্ট্রিটের ময়দানে (জগন্নাথের মাসির বাড়ি) এসে থামে রথের চাকা। ইস্কনের রথের চাকা নিয়ে অতীত থেকে চর্চা আছে। জানা গিয়েছে, ইস্কনের রথের চাকায় ব্যবহার করা হয় বোয়িং বিমানের ৪৭৪ বিমানের চাকা। সেই চাকা তৈরি করত ডানলপ সংস্থা। কিন্তু সেই সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় আর চাকা পাওয়া যায় না। এদিকে প্রতি বছর দীর্ঘ পথ অতিক্রম করার জন্য চাকায় ক্ষয় হতে থাকে। নতুন চাকা প্রয়োজন রথের জন্য। এই অবস্থায় কার্যত ধর্মসংকটে পড়েন ইস্কনের সন্ন্যাসীরা। কোন চাকা ব্যবহার করা হবে? সেই বিষয়ে খোঁজ শুরু হয়। দীর্ঘ দুই দশক ধরে চলছিল সেই অনুসন্ধান।

শেষপর্যন্ত যুদ্ধবিমান সুখোইয়ের চাকার সন্ধান পাওয়া যায়। এমআরএফ সংস্থার সঙ্গে কথা হয় ইস্কন সংস্থার। সুখোইয়ের চাকা ওই সংস্থাই তৈরি করে থাকে। প্রথমে আলোচনা হয়। তারপর ওই সংস্থার আধিকারিকরা কলকাতায় আসেন। তাঁরা মাপঝোঁক করেছিলেন। এরপরই নির্দিষ্ট সময়ে রথের জন্য চাকা আসে। জানা গিয়েছে, শনিবার রথের চাকা লাগিয়ে পরীক্ষামূলকভাবে সেগুলি চালানো হয়েছে। সব কিছু ঠিক আছে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, এরপর প্রতি ঘণ্টায় ১.৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement