রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্যের গরিব মানুষের বকেয়া টাকা ‘আটকে’ ঘরে-বাইরে চাপের মুখে বিজেপি। জনমত গেরুয়া শিবিরের বিরুদ্ধে যাচ্ছে। পাশাপাশি বাংলার বঞ্চিত গরিব মানুষের দাবি আদায়ে দিল্লির আন্দোলন থেকে কলকাতায় রাজভবনের সামনে তৃণমূলের ধরনা কর্মসূচি আরও চাপ বাড়িয়েছে বঙ্গ বিজেপির উপর। এই পরিস্থিতিতে চাপে পড়েই পালটা ধরনা কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
আবাস যোজনায় যারা ঘর-বাড়ি পাননি, তাদের কলকাতায় জমায়েত করে তৃণমূলের পালটা কর্মসূচি নিল বিজেপি। পুজোর পর এই ধরনা কর্মসূচি করবে গেরুয়া শিবির। শনিবার সল্টলেকের বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠকের শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের এই কর্মসূচির কথা ঘোষণা করেন।
শুভেন্দু বলেন, আবাস যোজনায় বঞ্চিত লক্ষাধিক মানুষকে নিয়ে আসা হবে কলকাতায়। বিরোধী দলনেতার দাবি, রাজ্যের বহু মানুষ কেন্দ্রীয় সুবিধা পাওয়ার ‘যোগ্য’ হলেও পাননি। তাঁদের পরিবর্তে তৃণমূল অযোগ্যদের টাকা পাইয়ে দিয়েছে বলে দাবি তাঁর। শুভেন্দুর অভিযোগ, রাজ্যে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড রয়েছে। তার মাধ্যমে কেন্দ্রের টাকা নয়ছয় করেছে তৃণমূল (TMC)। সেই সব টাকা যাদের প্রাপ্য ছিল, তাঁদেরও কলকাতায় আনবেন তিনি।
তাৎপর্যপূর্ণভাবে এই কর্মসূচি দলের অন্দরে আলোচনা না করেই ঘোষণা করেন বিরোধী দলনেতা। অন্তত সাংবাদিক বৈঠকে তেমনটাই দাবি করেছেন শুভেন্দু। পুজোর পর কবে এই কর্মসূচি হবে তা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ঠিক করবেন বলে জানান বিরোধী দলনেতা। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকেও ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান। মন্ত্রী তাতে সম্মতও হয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.