ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার: বিতর্ক পিছু ছাড়ছে না বঙ্গ সিপিএমের। ফের শিরোনামে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। সোশাল মিডিয়ায় এবার ভাইরাল বামনেতার আপত্তিকর ছবি। ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। যে স্ক্রিনশটগুলির মূল বিষয়বস্তু তন্ময় ভট্টাচার্যর সঙ্গে কয়েকজন মহিলার কথোপকথন। যেখানে অশ্লীল যৌন বার্তা রয়েছে এবং তন্ময় ভট্টাচার্যর বেশ কয়েকটি আপত্তিকর ছবিও রয়েছে।
এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে দীর্ঘ ছ’মাস দলের তরফে সাসপেন্ড করা হয়েছিল তন্ময় ভট্টাচার্যকে। সম্প্রতি সেই সাসপেনশন উঠেছে। তবে তাঁকে রাজ্য কমিটির অধীনেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় গিয়ে পার্টির কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে আলিমুদ্দিন। আর সেই সাসপেনশন ওঠার পর সদস্যপদ ফিরে পেতেই আবার নতুন করে বিতর্কে জড়িয়ে পড়লেন তন্ময়। আর দলের এই নেতার ‘কীর্তি’ ফের প্রকাশ্যে আসায় অস্বস্তিতে আলিমুদ্দিন। চর্চা চলছে বাম মহলে। এক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট কোনও অভিযোগ তাঁর নামে পার্টির কাছে এখনও জমা না পড়লেও রাজ্য নেতাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন তিনি।
সংবাদ মাধ্যমে সিপিএম নেতা জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে কথা বলার পরই তাঁর বক্তব্য জানাবেন। অন্যদিকে দলীয় সূত্রে খবর, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য নিজে ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে ১৭টি আলাদা আলাদা অভিযোগ তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে জমা দিয়েছেন। তার পরেও কেন চুপ করে রয়েছে সিপিআইএম? যদিও এই বিষয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্যর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, এ ধরনের কোনও বিষয় তিনি জানেন না। সিপিএম নেতৃত্বে তন্ময় নিয়ে বক্তব্য এড়ালেও, খবর ফেসবুকে ভাইরাল হওয়া ছবিগুলি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে সিপিএমের শীর্ষস্তরে। এতে যে দলের মুখ পুড়ল তা মেনে নিচ্ছেন অনেক সিপিএম নেতাই। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই এই ঘটনায় বরানগর থানার দ্বারস্থ হয়েছেন বামনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.