Advertisement
Advertisement
CM Mamata Banerjee

নবান্নে টাটা সন্সের চেয়ারম্যান, মমতার সঙ্গে বৈঠকে বিনিয়োগ বার্তা?

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন এন চন্দ্রশেখরন।

Tata Sons Chairman N Chandrasekharan meets CM Mamata Banerjee at Nabanna
Published by: Sucheta Sengupta
  • Posted:July 9, 2025 6:16 pm
  • Updated:July 9, 2025 6:53 pm  

মলয় কুণ্ডু: পুজোর পর ফের বঙ্গে বাণিজ্য সম্মেলন। রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের টানে বহু শিল্পপতি নতুন প্রকল্পে আগ্রহ দেখাচ্ছেন। তাঁদের সকলের জন্য আবারও সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার এই খবর প্রকাশ্যে আসার পর বুধবারই কলকাতা এলেন দেশের অন্যতম বড় শিল্প সংস্থা টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেই খবর সোশাল মিডিয়ায় জানিয়েছে সর্বভারতীয় তৃণমূল।ওয়াকিবহাল মহলের অনুমান, বিনিয়োগ সংক্রান্ত জরুরি কোনও বার্তা নিয়ে এখানে এসেছেন টাটা সন্সের চেয়ারম্যান। তবে কি বাংলায় ফের টাটার হাত ধরে নতুন শিল্প হতে চলেছে? সেই জল্পনা কিন্তু উসকে উঠল বুধবার।

Advertisement

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে শিল্পক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এসেছে। একদা যে জমি জটিলতায় সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে এসেও বিদায় নিয়েছিল, সেই জমি নীতি সরল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এখন অনেক সহজে এ রাজ্যে শিল্পের জন্য জমি এবং যাবতীয় পরিকাঠামো মেলে। মুখ্যমন্ত্রী নিজে প্রতি বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করে সেই বার্তা তুলে ধরেছেন দেশ-বিদেশের শিল্পপতিদের কাছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ, কর্মীদের সহজলভ্যতা এখানকার অ্যাডভান্টেজ। তা দেখে অনেকেই এখানে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছেন।

চলতি বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নিজে আসতে না পারলেও প্রতিনিধিকে পাঠিয়েছিলেন। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ফোনে কথাও বলেন। সেসময় রাজ্যে টাটা সন্স বিনিয়োগের বার্তা দিয়েছিল। আর বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চন্দ্রশেখরন কলকাতায় এলেন। এদিন বিকেলে নবান্নে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁরা একান্তে বৈঠক করেন। মনে করা হচ্ছে, বাংলায় শিল্পস্থাপন নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে। আর তাতে ফের টাটাকে নিয়ে আশা বাড়ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement