Advertisement
Advertisement
Kalyanmoy Ganguly

নিয়োগ দুর্নীতিতে এবার জামিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের, জেলমুক্তি নিয়ে জটিলতা

মঙ্গলবার তাঁর জামিন মঞ্জুর করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।

Teacher Recruitment Scam: Kalyanmoy Ganguly gets bail in Calcutta HC in ED case
Published by: Sucheta Sengupta
  • Posted:June 24, 2025 12:49 pm
  • Updated:June 24, 2025 1:42 pm  

গোবিন্দ রায়: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে সিবিআইয়ের মামলা থাকায়, এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না বলে খবর। ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। সেই থেকে একাধিকবার শর্তসাপেক্ষে তাঁর জামিন হলেও জেলমুক্তি হয়নি। এবারও ইডির মামলায় হাই কোর্ট জামিন দিলেও আপাতত জেলবন্দিই থাকতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।

চলতি বছরের এপ্রিল মাসে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র যুক্তি দেখিয়ে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেলটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যে সময় এই নিয়োগ হয়েছিল, তখন কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। তাঁর আমলে স্কুলে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল। এছাড়া ২০২২ সালে পর্ষদ সভাপতি হিসেবে কল্যাণময়ের মেয়াদ শেষের পরও পদ আঁকড়ে ছিলেন বলে অভিযোগ। কেন তিনি মেয়াদের পরও বেতন-সহ ওই পদে ছিলেন, ওঠে এই প্রশ্ন। এসব কিছুর তদন্তে নেমে ইডি তাঁকে গ্রেপ্তার করে। পরে সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হন। প্রেসিডেন্সে সংশোধনাগারে বন্দি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

গ্রেপ্তারির পর থেকেই বারবার জামিনের আবেদন জানিয়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। তবে তার বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রভাবশালী তত্ত্বের ভিত্তিতে বিরোধিতা করা হয়। তবে দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন। তবে সিবিআইয়ের মামলার খাঁড়া ঝুলছে মাথার উপর। তাই এখনই জেল মুক্তি হচ্ছে না তাঁর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement