ধীমান রক্ষিত: প্রকাশিত ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল। আজ, বুধবার সন্ধ্যা ৬টা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে রেজাল্ট। বৃহস্পতিবার দুপুর ২টো থেকে ওএমআরশিটের কপি দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
২০২৩ সালে টিচার্স এলিজিব্লিটি টেস্ট বা টেটের পরীক্ষা হয় ডিসেম্বর মাসের ২৪ তারিখে। কবে সেই পরীক্ষার ফলাফল বেরবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। পুজোর মুখে সুসংবাদ পেল পরীক্ষার্থীরা। ২০২৩ সালে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ৩০৯০৫৪ জন। পরীক্ষায় বসেন ২৭৩১৪৭ জন। পরীক্ষায় পাশ করেছেন ৬৭৫৪ জন। প্রথম দশে জায়গা পেয়েছেন ৬৪জন।
কীভাবে দেখা যাবে ফলাফল?
ওয়েবসাইটে গিয়ে TEACHER ELIGIBILITY TEST-2023 (TET-2023) (FOR CLASSES I TO V, PRIMARY) ক্লিক করতে হবে। তারপর Result of TET-2023তে ক্লিক করতে হবে। এরপর নির্দিষ্ট জায়গায় রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ দিলেই দেখা যাবে ফলাফল। তা প্রিন্ট আউট করতে পারবেন পরীক্ষার্থীরা। ইতিমধ্যেই প্রথম দশে স্থান পাওয়া পরীক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। প্রথম হয়েছেন ইনা সিংহ। দ্বিতীয় হয়েছেন কাজল কুতি।
উল্লেখ্য, টেট পাশ করার পর পরীক্ষার্থীরা প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগে আবেদন করতে পারেন। তবে তাঁদের আর কোনও লিখিত পরীক্ষা দিতে হয় না। শিক্ষাগত যোগ্যতা ও টেটের ফলাফলের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হয়। সেই মেধাতালিকার ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হয় তাঁদের। তারপর ইন্টারভিউে পাওয়া নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও টেটের ফলাফলের ভিত্তিতে নিয়োগপত্র পান চাকরিপ্রার্থীরা।
এদিকে ২০২২ সালের নিয়োগ হয়নি। প্রকাশিত হল ২০২৩ সালের পরীক্ষার ফলাফল। তা নিয়ে বারাসতে বিক্ষোভ দেখান ২০২২ সালে টেট উর্ত্তীণরা। তবে প্রাথমিকে এখনও পর্যন্ত শূন্যপদ রয়েছে তা সরকারের তরফে প্রকাশ করা হয়নি। ৫০ হাজার পদে নিয়োগ হবে বলে ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ে। দিনকয়েক আগে তা নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন কত শূন্যপদ আছে সেই তথ্য সংগ্রহের কাজ চলছে। সেই তথ্য পাওয়ার পর সঠিক বলা সম্ভব। তিনি বলেন, “৫০ হাজার পদ খালি। তা কোনও সময় বলা হয়নি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.