Advertisement
Advertisement
Thakurpukur Incident

মদ্যপান করে ইচ্ছাকৃত ঠাকুরপুকুরে পরপর পথচারীকে ধাক্কা ভিক্টোর, চার্জশিটে দাবি গোয়েন্দাদের

২৫৩ পাতার চার্জশিটে সাক্ষী হিসেবে রয়েছে ৪৭ জনের নাম।

Thakurpukur Incident: Police submitted chargesheet against Victo
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 2, 2025 8:49 am
  • Updated:July 2, 2025 8:55 am  

স্টাফ রিপোর্টার: গ্রেপ্তারির ৮৬ দিনের মাথায় ঠাকুরপুকুর কাণ্ডে টলিউডের পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর বিরুদ্ধে চার্জশিট পেশ করলেন লালবাজারের গোয়েন্দারা। আলিপুরে এসিজেএম আদালতে পেশ করা চার্জশিটে খুন ও খুনের চেষ্টার কথা উল্লেখ রয়েছে। ২৫৩ পাতার চার্জশিটে সাক্ষী হিসেবে রয়েছে ৪৭ জনের নাম।

চার্জশিটে ঠিক কী রয়েছে? একাধিকবার বাইক ও পথচারীদের ধাক্কা দিয়েও থামেনি ভিক্টোর গাড়ি। ঠাকুরপুকুর বাজারে মদ্যপান করে ইচ্ছাকৃতভাবেই গাড়ি চালিয়ে পর পর পথচারীদের ধাক্কা দেয় টলিউডের পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। তাতেই মৃত্যু হয় আমিনুর রহমান নামে বাকরাহাটের বাসিন্দা এক পথচারীর। আহত হন আরও অন্তত আটজন।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত ৬ এপ্রিল। তার ঠিক আগের দিন ধারাবাহিক ‘ভিডিও বউমা’র সাফল্য উদযাপন করতে অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে রাতভর পার্টি করেন পরিচালক ভিক্টো। সঙ্গী ছিলেন ধারাবাহিকের নায়ক আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋতুপর্ণা সেন, কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা স্যান্ডি সাহা। প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় রবিবার সকালে মদ্যপ ভিক্টো গাড়ি চালিয়ে সোজা ঢুকে পড়েন ঠাকুরপুকুর বাজারের জনবহুল এলাকায়। একের পর এক দোকান ও পথচারীকে ধাক্কা দিতে থাকে তার গাড়ি। আর তাতেই মৃত্যু হয় আমিনুর রহমান নামে জনৈক পথচারীর। যিনি বাকরাহাটের বাসিন্দা। ভিক্টোর গাড়ির ধাক্কায় আহত হন আরও অন্তত আটজন। তারপর থেকেই উত্তাল গোটা টলিপাড়া। ক্ষোভে ফেটে পড়েছেন সকলে। অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে আমজনতাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement