সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে বিধানসভা নির্বাচন। তৃণমূলকে (TMC) কড়া টক্কর দিতে কোমর বেঁধেছে বিজেপি। রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির সভার দিনই গত ১০ বছরের উন্নয়নের খতিয়ান পেশ করল তৃণমূল।
এক দশকে ১১টি ক্ষেত্রে উন্নয়নের মাইলস্টোন তৈরি করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্ট কার্ড এ কথাই তুলে ধরলেন দলীয় নেতৃত্ব। এদিনের রিপোর্ট কার্ড (Report Card) প্রকাশ অনুষ্ঠানে তৃণমূল ভবনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রীরা।
রাজ্যের ১০টি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের কথা ওই রিপোর্ট কার্ডে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, দুপুরে প্রতিটি জেলায় আলাদা আলাদাভাবে সেই জেলার কাজের খতিয়ান প্রকাশিত হয়। রিপোর্ট কার্ড নিয়ে প্রত্যেক বিধায়ক আগামীকাল, শুক্রবার নিজস্ব বিধানসভায় কেন্দ্রে মিছিল করবেন।
দেখুন সেই রিপোর্ট কার্ড
Today, with immense pride, we are happy to release which highlights the key milestones, across 11 sectors, that has achieved in the past 10 years!
Didi continues to take Bengal to greater heights with new fervor!
— All India Trinamool Congress (@AITCofficial)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.