Advertisement
Advertisement
Ganesh Chaturthi

বাগুইআটির গণেশ পুজোয় থিম ‘অপারেশন সিঁদুর’, জওয়ানদের বীরত্বের কাহিনি

সিদ্ধিদাতার আরাধনাতেও লাগল থিমের ছোঁয়া।

Theme for Ganesh Chaturthi in Baguiati is Operation Sindoor
Published by: Subhankar Patra
  • Posted:August 27, 2025 8:33 pm
  • Updated:August 27, 2025 8:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু পুজোর মরশুম। বাংলার অনেকাংশে গণেশ চতুর্থী রীতিমতো ধুমাধাম করে পালিত হয়েছে। পিছিয়ে নেই শহরও। এমনকী অনেক জায়গায় বড় পুজোও হয়েছে। এবার সিদ্ধিদাতার আরাধনাতেও লাগল থিমের ছোঁয়া। গণেশের পুজোয় উঠে এল পেহলগাঁও হামালার দৃশ্য ও অপারেশন সিঁদুরের ঘটনা। 

Advertisement

Theme for Ganesh Chaturthi in Baguiati is Operation Sindoor

শহরে বাগুইআটির একটি গণেশ পুজো মণ্ডপে ফুটে উঠেছে কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা। ছোট্ট মণ্ডপের বাইরে থেকে ভিতরে গেলে পেহলগাঁও হামালার দৃশ্য ও তারপর অপারেশন সিঁদুরের বিষয় ধরা পড়বে। এই সব কিছুর মাঝেই ফুটিয়ে তোলা হয়েছে, দেশের প্রতি জওয়ানদের আত্মত্যাগ ও বিপদে ভগবানের কাছে প্রার্থনা। মণ্ডপের ভিতরে মায়ের কোলে বসে রয়েছেন গণেশ।

Theme for Ganesh Chaturthi in Baguiati is Operation Sindoor

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নাড়িয়ে দিয়ে গিয়েছিল দেশকে। জঙ্গিরা বেছে বেছে মেরেছিল পুরুষদের। গোটা বিশ্ব নিন্দায় সরব হয়েছিল। এরপর বদলা নিতেই পাকিস্তানে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। 

Theme for Ganesh Chaturthi in Baguiati is Operation Sindoor

বাগুইআটির গণেশ চতুর্থীর এই মণ্ডপে ছোট করে তুলে ধরা হয়েছে অপারেশন সিঁদুর। সামনেই দুর্গাপুজো। শহরে বড় করে সেই বিষয়ে থিম করা হচ্ছে। জেলাতেও অনেক জায়গায় অপারেশন সিঁদুর থিমে সেজে উঠবে পুজো মণ্ডপ।

Theme for Ganesh Chaturthi in Baguiati is Operation Sindoor

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ