বিধান নস্কর, দমদম: দুর্গাপুজোর আগেই বড় ঘোষণা দমকল মন্ত্রী সুজিত বসুর। জানালেন, রাজ্যে তৈরি হচ্ছে ৯৭ টি অস্থায়ী দমকল কেন্দ্র। দুর্গাপুজোয় যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর দমকল বিভাগ। আগামী ১৯ সেপ্টেম্বর দমকল বিভাগের ডিজির নেতৃত্বে খতিয়ে দেখা হবে বড় মণ্ডপগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা।
মঙ্গলবার নিউটাউন দমকল কেন্দ্রে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী সুজিত বসু। সেখানে পুজোয় দমকল বিভাগ কীভাবে প্রস্তুত থাকবে, দুর্ঘটনা মোকাবিলায় কীভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে পুজোর আগেই রাজ্যে ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরির কথা জানান তিনি। বলেন, দমকল বিভাগের কাজকর্ম তুলে ধরতে কলকাতা ও শহরতলি অঞ্চলে ২৫ টি ফায়ার কিয়স্ক থাকবে। পুজোর আগেই রেডিওর মাধ্যমে সচেতনতা প্রচার করবে দমকল বিভাগ।
এখানেই শেষ নয়, খুব তাড়াতাড়ি রাজ্য সরকার নতুন ২৫ টি দমকল কেন্দ্র তৈরি করবে বলেও এদিন ঘোষণা করেন দমকল মন্ত্রী। তিনি বলেন, “দমকল বিভাগের কাজকর্ম আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ২০১১ সালে রাজ্যে ১০৯টি দমকল কেন্দ্র ছিল। বর্তমানে বাংলার দমকল কেন্দ্রের সংখ্যা ১৬৬। আগামীতে দমকল বিভাগ আরও উন্নত যন্ত্রপাতি ব্যবহার করবে। কাজে লাগানো হবে ফায়ার ড্রোন এবং রোবট।” আদালতের জট কেটে গেলে দমকল বিভাগে নতুন নিয়োগ শুরু হবে বলেও ইঙ্গিত দিলেন সুজিত বসু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.