সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানেই নিত্যনতুন ভাবনা এবং শিল্পের জন্ম। একে অপরকে টেক্কা দিতে কোন পুজো কমিটি কীভাবে তাদের ভাবনাকে উপস্থাপন করবে, সেদিকেই বিশেষ নজর দিচ্ছে। তবে শুধু শহর নয়, বিভিন্ন জেলাতেও থিমে কে কাকে টেক্কা দেবে চলছে সেই প্রতিযোগিতা। তবে এবার থিমের ভিড়ে নজর কাড়ছে কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সংবিধানের ৭৫ বর্ষপূর্তি উদযাপন করছে দেশ। সে কথা মাথায় রেখেই মণ্ডপ সাজিয়েছে এই পুজো কমিটি। এবার তাঁদের ভাবনা ‘সংবিধান আমাদের আত্মসম্মান।’ এমন ভাবনার জন্য পুজো কমিটিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
১৯৫০ সালে ফুলবাগান সংলগ্ন কাদাপাড়া অঞ্চলের ভট্টাচার্য পরিবারের হাত ধরেই শুরু হয় মায়ের আরাধনা। এরপর ধীরে ধীরে পাড়ার সকলের সংযোজনে সেই পুজোই হয়ে ওঠে সার্বজনীন। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা শান্তি সর্ববঞ্জ জানান, ”এবার আমাদের পুজো ৭৫ বছরে পড়ল। অন্যদিকে ভারতের সংবিধানেরও ৭৫ বছর। তা মাথায় রেখেই এই ভাবনা।” তাঁর কথায়, দর্শকরা এই মণ্ডপে এলে মুঘল আমল থেকে ব্রিটিশ যুগ, পরবর্তীকালে সংবিধান কীভাবে রচনা হল সেটাও দেখতে পাবেন।”
এখানেই শেষ নয়, ভারতের সংবিধানে কী কী অধিকার রয়েছে, তা আজ অনেকেই আজ জানেন না। সেই বিষয়টিকেও তুলে ধরা হয়েছে বলে জানান শান্তিবাবু। ছয় মিনিটের একটি ভিডিও প্রজেকশনের মাধ্যমে গোটা বিষয়টি তুলে ধরা হচ্ছে বলে জানা গিয়েছে।
এমন ভাবনার বিষয়ে অবগত করে সাংবিধানিক প্রধানকে ইমেল করেছিলেন কমিটির সদস্যরা। পুজোর বেশ কয়েকদিন আগে সেই ইমেল করা হয়। যেখানে থিমের বিষয়ে একদিকে যেমন জানানো হয়, তেমনই পুজো মণ্ডপে আসার জন্যে আমন্ত্রণ জানান উদ্যোক্তারা।
সপ্তমীতে এই পুজো কমিটিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। যেখানে পুজোর উদ্যোক্তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লিখেছেন, ”দুর্গা পুজোর উৎসব আমাদের সংস্কৃতি, আস্থা এবং আধ্যত্মিক গৌরবের প্রতীক।” একই সঙ্গে মহিলাদের যাতে যোগ্য সম্মান দেওয়া হয় সেই বার্তাও দেন রাষ্ট্রপতি।
শুধু রাষ্ট্রপতিকেই, লোকসভার স্পিকার ওম বিড়লাকেও তাঁদের ভাবনার বিষয়ে জানিয়ে মেল করে কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। জানা গিয়েছে, ওম বিড়লাও তাঁদের পাঠানো মেলের জবাব দিয়ে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। পুজো কমিটির সভাপতি রমেশ প্রসাদের কথায়,” মায়ের কাছে প্রার্থনা, দশ হাতে রক্ষা করুন দেশের সংবিধান।” নিজের অধিকারের কথা মানুষ যাতে ভুলে না যায় সেই বার্তাও এই ভাবনার মাধ্যমে তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছেন রমেশ প্রসাদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.