Advertisement
Advertisement
Dumdum

এসি লোকালে সুকান্তকে ‘জয় বাংলা’ স্লোগান, দমদমে INTTUC কর্মীদের সঙ্গে সংঘাত ‘বিরক্ত’ বিজেপি

দমদম স্টেশনের বাইরে চরম উত্তেজনা, ঘটনাস্থলে রেল পুলিশ।

TMC and BJP get involved in clash at Dumdum station after INTTUC workers raise 'Joy Bangla' slogan to Sukanta Majumdar
Published by: Sucheta Sengupta
  • Posted:August 10, 2025 1:20 pm
  • Updated:August 10, 2025 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসি লোকালের উদ্বোধনের দিনও সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি। রবিবার দমদম স্টেশনে এসি লোকাল থেকে নামতেই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও তাঁর অনুগামীদের উদ্দেশে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। তার জেরে স্টেশনের বাইরে শোরগোল শুরু হয়। বিজেপি পালটা অভিযোগ করে যে স্টেশনের বাইরে জমায়েত করা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা, কর্মীরা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেন। তার জেরে দু’পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়। তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

Advertisement
দমদম স্টেশনের বাইরে তুমুল উত্তেজনা।

ঘটনা ঠিক কী? রবিবার রানাঘাট-শিয়ালদহ এসি লোকালের উদ্বোধন হয়েছে। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে শিয়ালদহ স্টেশনে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুররা। এসি ট্রেনে সওয়ার হন সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী, সমর্থকরা। দুপুর ১২টা নাগাদ ট্রেন উদ্বোধনের পর তাতে চড়ে শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত আসেন তাঁরা। সুকান্ত ও অন্যান্য বিজেপি কর্মীরা দমদমে নেমে স্টেশনের বাইরে আসেন। সেখানে স্বামী বিবেকানন্দর মূর্তিতে মালা দিতে যান সুকান্ত মজুমদার। অভিযোগ, সেসময় তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন উপস্থিত তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা। INTTUC কর্মীরা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেন বলেও অভিযোগ বিজেপি কর্মীদের।

এই পরিস্থিতিতে সুকান্তদের কর্মসূচি বাধা পায় এবং তৃণমূল-বিজেপি সংঘাতে জড়িয়ে পড়ে। দমদম স্টেশনের বাইরে তুমুল উত্তেজনা ছড়ায়। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুকান্ত মজুমদার অবশ্য ‘জয় বাংলা’ স্লোগানের বিষয়টি এড়িয়ে বলেন, ”ওরা মহিলাদের হাত ধরে টানাটানি করেছ। এটা অসভ্যতা। অবশ্য তৃণমূল কংগ্রেস দলটাই তো এরকম। যারা কসবা কাণ্ড ঘটায়, তারাই তো এখানে উপস্থিত। আর এত যদি বাংলার প্রতি প্রেম, তাহলে ইউসুফ পাঠানকে বাদ দিয়ে কোনও বাঙালিকে আনুক। কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহারা কি বাঙালি?”

উল্লেখ্য, দেশজুড়ে বাংলা ও বাঙালির উপর অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ তুলছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এসব চলছে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে। তার প্রতিবাদে চড়া সুর শাসকদল তৃণমূলের। প্রতিবাদের অংশ হিসেবে সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা, জনপ্রতিনিধিদের নির্দেশের সুরে বলেছিলেন, ”বিজেপি নেতাদের দেখলে ‘জয় বাংলা’ বলুন।” রবিবার অভিষেকের নির্দেশমতোই সুকান্ত মজুমদারকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান তুলেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement