Advertisement
Advertisement
TMC

‘ভাষা আন্দোলনে’ তৃণমূল, আগস্ট থেকে চারমাসের প্রতিবাদ কর্মসূচি প্রকাশ দলের

আগস্ট থেকে ডিসেম্বর ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে রিলে পদ্ধতিতে চলবে ধরনা কর্মসূচি।

TMC announces schedule of sit in protest at Dharmatala till December over bengali language
Published by: Sucheta Sengupta
  • Posted:July 27, 2025 12:06 pm
  • Updated:July 27, 2025 12:10 pm  

স্টাফ রিপোর্টার: বাংলাভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যে হেনস্তার প্রতিবাদে কলকাতার মেয়ো রোডে টানা প্রায় পাঁচ মাসের ধরনা কর্মসূচিতে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে এই আন্দোলনের সূচি প্রকাশ করা হয়েছে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভাষা আন্দোলন’ সংঘটিত করার ডাক দিয়েছিলেন। সেদিনই তিনি জানিয়েছিলেন, কলকাতায় মেয়ো রোডে গান্ধীমূর্তির তলায় ধরনা হবে। সেইমতো স্থির করা হয়েছে কর্মসূচি। ২ আগস্ট থেকে রিলে পদ্ধতিতে চারমাস ধরে চলবে এই প্রতিবাদ।

Advertisement

তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া সূচি অনুযায়ী, আগামী ২ আগস্ট তৃণমূল মহিলা কংগ্রেসের হাত ধরে ধরনা কর্মসূচির সূচনা হবে। ২ ও ৩ আগস্ট তাঁদের ধরনা চলবে। এরপর ৯ ও ১০ আগস্ট প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেবে তৃণমূল যুব কংগ্রেস। ১৭ আগস্ট ধরনায় অংশ নেবে তৃণমূলের লিগাল সেল। ১৬ আগস্ট জন্মাষ্টমীর ছুটি, ওইদিন কোনও ধরনা হবে না। এরপর ২৩ ও ২৪ আগস্ট গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে তৃণমূলের ‘জয় হিন্দ বাহিনী’। এরপর ৩০ ও ৩১ আগস্ট তৃণমূল কংগ্রেসের কিষাণ ও ফার্ম ওয়ার্কার্স সেল ধরনায় অংশ নেবে।

এরপর ৬ ও ৭ সেপ্টেম্বর দলের প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন ‘ভাষা সন্ত্রাসে’র বিরুদ্ধে ধরনা বসবে। ১৩ ও ১৪ সেপ্টেম্বর তৃণমূলের শিক্ষাবন্ধু সংগঠনের ধরনা কর্মসূচি রয়েছে। এরপর দুর্গাপুজোর ছুটির জন্য ওই সময় দলের তরফে কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। তারপর দুর্গাপুজো মিটলে আবার ১১ ও ১২ অক্টোবর তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির তরফে ধরনা কর্মসূচি চলবে। ফের কালীপুজোর জন্য বন্ধ থাকবে এই কর্মসূচি। কালীপুজোর পর, ২৫ ও ২৬ অক্টোবর তৃণমূলের আদিবাসী সেল ধরনায় বসবে।

নভেম্বরের গোড়ায় অর্থাৎ ১ ও ২ তারিখ দলের সেকেন্ডারি টিচার্স অর্গানাইজেশন প্রতিবাদে অংশ নেবে। ৮ ও ৯ নভেম্বর ওয়েবকুপার তরফে ধরনা কর্মসূচি পালন করা হবে। ১৫ ও ১৬ নভেম্বর তৃণমূল কংগ্রেসের প্রাইমারি টিচার্স অর্গানাইজেশন গান্ধীমূর্তির পাদদেশে কর্মসূচির নেতৃত্ব দেবে। ২২ ও ২৩ নভেম্বর তৃণমূল কংগ্রেসের তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির সংগঠন ধরনায় বসবে। ২৯ ও ৩০ নভেম্বর তৃণমূল কংগ্রেসের প্যারাটিচার্স সংগঠনের তরফে চলবে কর্মসূচি। এরপর ৬ ও ৭ ডিসেম্বর দলের সংখ্যালঘু সংগঠন ধরনায় অংশ নেবে। ১৩ ও ১৪ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের হিন্দি সেল প্রতিবাদ কর্মসূচি পালন করবে। সবশেষে, ২০ ও ২১ ডিসেম্বর দলের ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদ ধরনায় বসে এবছরের মতো কর্মসূচিতে ইতি টানবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement