প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নির্বাচন কমিশনের ‘অপদার্থতা’ নিয়ে সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর যৌক্তিকতা নিয়ে সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্ন তোলা হল। সোমবার এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের বক্তব্য, বিহারে ৭ লক্ষেরও বেশি ভুয়ো ভোটারের নাম মুছে ফেলা হয়েছে বলে নির্বাচন কমিশন দাবি করেছিল। কিন্তু মাত্র ৩৯ টি বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ৮৭ হাজার ৬৪৩ জন এমন ভোটার রয়েছেন, যাঁদের একই কেন্দ্রে দু’বার করে নাম রয়েছে। গত ৬ মার্চ তৃণমূলের প্রতিনিধিদল যখন নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন, ৭ জুনের মধ্যেই ভোটার কার্ড এবং ‘ভূতুড়ে’ ভোটার সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে। এখন বাস্তব ছবি অন্য কথা বলছে। তৃণমূল কংগ্রেসের তরফে আরও অভিযোগ, সাংবিধানিক দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, নিজেদের বিজেপির অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে দিচ্ছে তারা। তাতে কেন্দ্রীয় সরকারের ‘অপশাসনে’র পথ সুগম করছে।
What even was the point of Special Intensive Revision? boasted about deleting over 7 lakh “duplicates” in Bihar, yet in just 39 Assembly Constituencies, there are still 1,87,643 double voters with the exact same name and relative’s name registered twice within the same…
— All India Trinamool Congress (@AITCofficial)
বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হওয়ার পরই তোলপাড় পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। অভিযোগ উঠছে এসআইআরের নামে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। এমনকী নিজেদের কাজও সঠিকভাবে করছে না। এনিয়ে ইতিমধ্যেই দিল্লির রাজপথে প্রতিবাদ করেছেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা।
এছাড়া বাংলাতেও বারবার এসআইআর নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। বিহারের পর রাজ্যেও এসআইআর হওয়ার কথা। তার আগে বারবার নির্বাচন কমিশনের ‘ব্যর্থতা’ নিয়ে সুর চড়াচ্ছে শাসকদল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.