Advertisement
Advertisement
TMC Councillor

কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন সুশান্ত ঘোষ

হামলকারীদের পাকড়াও করা হয়েছে বলে খবর। 

TMC Councillor was target, attemp to shoot him at Kasba

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 15, 2024 8:49 pm
  • Updated:November 15, 2024 9:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন সুশান্ত ঘোষ। হামলকারীদের পাকড়াও করা হয়েছে বলে খবর। 

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কসবার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বরের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেসময় দুই দুষ্কৃতী বাইকে এসে হামলা চালায়। বাইকের পিছনে বসা ব্যক্তি পিস্তল বের করে সুশান্তবাবুকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। কিন্তু কোনও কারণে ট্রিগার জ্যাম হয়ে গিয়ে গুলি বেরয়নি। অল্পের জন্য প্রাণরক্ষা হয় তৃণমূল কাউন্সিলরের। কিন্তু পালাতে পারেনি হামলাকারীরা। সুশান্তবাবুর সঙ্গীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।   

এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর। সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমি হামলাকারীরা চিনি না। ওরা বাংলার লোক নয় বলেই মনে হচ্ছে।” কী কারণে হামলা হল তা জানতে চাইলে সুশান্তবাবু বলেন, “আমি এখনই বলতে পারছি না এই হামলার মোটিভ কী। ওদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে।” তবে এই প্রথমবার নয়। গত বছরের আগস্ট মাসেও সুশান্ত ঘোষকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। কসবা থেকেই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।   

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ