Advertisement
Advertisement
Kunal Ghosh on PM Modi

‘দৃশ্যমান বকেয়া দিচ্ছেন না, অদৃশ্য ৫ হাজার কোটি দেখিয়ে গেলেন!’, মোদিকে পালটা খোঁচা কুণালের

আর কী বলল তৃণমূল?

TMC leader Kunal Ghosh slams PM Narendra Modi
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 18, 2025 6:14 pm
  • Updated:July 18, 2025 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ৫ হাজার ৪০০ কোটির প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সভা শেষ হতেই পালটা দিল শাসকদল। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) খোঁচা, “দৃশ্যমান বকেয়া দিচ্ছেন না, অদৃশ্য ৫ হাজার কোটি দেখিয়ে গেলেন!” 

Advertisement

কেন্দ্র বকেয়া দিচ্ছে না, এই অভিযোগে বহুবছর ধরে সোচ্চার হচ্ছে রাজ্য। বহুবার তা নিয়ে সরব হয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিকে চিঠিও লিখেছেন। কিন্তু তাতে লাভ হয়নি। এরই মাঝে শুক্রবার দুর্গাপুরে সরকারি সভা থেকে ৫ হাজার ৪০০ কোটির প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, বিজেপি ক্ষমতায় এলেই বাংলা দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে। এটা তাঁর বিশ্বাস। তৃণমূল বাংলাকে শিল্পোন্নত হতে দিচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। তা নিয়েই এদিন পালটা একহাত নিলেন কুণাল।

এদিন সাংবাদিক বৈঠক থেকে হাজার হাজার কোটির প্রকল্পের শিলান্যাস নিয়েই প্রশ্ন তুললেন কুণাল। মোদিকে ‘মিথ্যাচারি’ বলে তোপ দেগে তিনি বললেন, “একজন প্রধানমন্ত্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে একরাশ মিথ্যে তথ্য দিয়ে গেলেন। উন্নয়ন নিয়ে কতটা মিথ্যাচার করলেন… কী আর বলব। উনি খালি হাতে এসে বড় বড় কথা বলছেন কেন? বাংলার ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বেশি বকেয়া পাওনা। সেটা উনি দিচ্ছেন না। একশো দিনের কাজ করিয়েও টাকা দেননি। আবাসের টাকা দেননি। সবটা রাজ্য সরকার দিয়েছে।” এরপরই খোঁচা দিয়ে বললেন, “দৃশ্যমান বকেয়া দিচ্ছেন না, অদৃশ্য ৫ হাজার কোটি দেখিয়ে গেলেন! কিন্তু এটা করার কথাই ছিল। কোনও দয়া উনি করছেন না।” দেশের বেকারত্বের হার থেকে শুরু করে নারী নির্যাতন, সব ইস্যুতেই নিশানা করলেন মোদিকে। তৃণমূলের দাবি, বিধানসভা নির্বাচনের আগে মিথ্যাচার করে বাংলায় মাটি শক্ত করার চেষ্টায় বিজেপি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement