Advertisement
Advertisement
Humayun Kabir

নিয়োগ দুর্নীতি মামলা: আদালতে জীবনকৃষ্ণর সঙ্গে দেখা করলেন হুমায়ুন, কী কথা হল?

আজ ইডির বিশেষ আদালতে জীবনকৃষ্ণ জামিন পেলেন না।

TMC MLA Humayun Kabir meets Jiban Krishna Saha at court premises
Published by: Sucheta Sengupta
  • Posted:September 18, 2025 4:11 pm
  • Updated:September 18, 2025 5:34 pm  

অর্ণব আইচ: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে জেলবন্দি বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জামিনের আবেদন জানিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে বিচারভবনে ইডির বিশেষ আদালতে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন জেলার আরেক বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানান, দলের তরফে নয়, ব্যক্তিগতভাবে জেলবন্দি সহকর্মীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন। তবে এদিন ‘প্রভাবশালী’ তত্ত্বে জামিন মিলল না জীবনকৃষ্ণ সাহার।

Advertisement

জানা যাচ্ছে, এদিন জীবনকৃষ্ণ আদালতে গেলে তাঁর সঙ্গে দেখা করেন স্ত্রী ও ছেলে। প্রিয়জনদের সঙ্গে কথাও হয়েছে বিধায়কের। শুনানির সময় বিচারকক্ষে বসেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দুই বিধায়কের মধ্যে ঠিক কী কথা হয়েছে জানা না গেলেও সূত্রের খবর, জেলবন্দি জীবনকৃষ্ণের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন হুমায়ুন। জেনেছেন সুবিধা-অসুবিধার কথাও।

বৃহস্পতিবার জীবনকৃষ্ণের জামিন মামলার শুনানিতে তাঁর হয়ে আইনজীবী বলেন, ”২০২২ সালে দায়ের হওয়া মামলায় সিবিআই গ্রেপ্তার করেছিল। একই অভিযোগ এই মামলাতেও। সিবিআইয়ের মামলায় ইতিমধ্যেই উনি জামিন পেয়ে গিয়েছেন। ইডি ফের গ্রেপ্তার করেছে।” তাঁর আরও সওয়াল, ”জীবনকৃষ্ণ বিধানসভার সদস‍্য অনেক ফিল্ড ওয়ার্কও থাকে। ইডির দাবি উনাকে সমন পাঠালেও হাজিরা দেননি। সমন পাঠালে তার উত্তর দেওয়া হয়।” বিচারক বলেন, ”আর্থিক দুর্নীতির তদন্তে সময় কোনও বাধা নয়।”

জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী মানিক ভট্টাচার্য‍ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে বলেন যে মানিক সিবিআই মামলায় রক্ষাকবচ পেয়ে থাকলেও, আর্থিক দুর্নীতি স্বতন্ত্র বিষয়। ওই রক্ষাকবচ মানিককে ইডির গ্রেপ্তারিতে বাধা হয়নি। জীবনকৃষ্ণের পরিবারের সদস্যদের বয়ান নেওয়া হয়েছে। একে অপরের সঙ্গে যুক্ত কিছু লেনদেন পাওয়া গিয়েছে। ইডি ব‍্যাঙ্কিং লেনদেন এবং অন‍্য লেনদেনের বিষয় খতিয়ে দেখছে। তাতেই তদন্ত হচ্ছে। আইনজীবীর পালটা সওয়াল, ”এই অবস্থায় উনি সব নথি দিচ্ছেন না। কয়েকটি নথি দিয়েছেন। সেই বিষয়টি থেকেও আমরা যে ইনক্রিমেনেটিং নথি পেয়েছি, সেটা গুরুত্বপূর্ণ। মানি ট্রেলের তদন্ত করা হচ্ছে।”

বিচারক জানতে চান, সিবিআইয়ের কটি মামলায় উনি অভিযুক্ত? ইডির আইনজীবী বলেন, ”সিবিআইয়ের একটি মামলায় অভিযুক্ত এবং জামিনে রয়েছেন। নগদ লেনদেনের অঅজুহাতও দিচ্ছেন। কিছু টাকা উপহার বলে দাবি করছেন। এক নিমিষে তদন্তের শেষ পর্যায়ে পৌঁছনো সম্ভব নয়। আমরা ‘সুপার হিউম‍্যান’ নয় আমরা সব নথি, তথ‍্য খতিয়ে দেখেই তদন্ত করছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement