ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভা অধিবেশনে যোগ দিতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি (Manoranjan Byapari)। সোমবার দিনের শুরুতে বিধানসভায় আসার পরই তিনি অসুস্থ বোধ করেন। লবিতে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারান। তা দেখে তাঁকে ধরে ফেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। চোখেমুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। এগিয়ে আসেন কুলটির বিজেপি বিধায়ক, পেশায় চিকিৎসক অজয় পোদ্দার। তিনি প্রাথমিকভাবে জরুরি পরিস্থিতি সামাল দেন। এরপর বিধানসভার মেডিক্যাল ইউনিট ডেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আপাতত চিকিৎসাধীন বলাগড়ের তৃণমূল বিধায়ক।
আজীবন দলিত সাহিত্য নিয়ে কাজ করা মনোরঞ্জন ব্যাপারির (Manoranjan Byapari) বয়স সত্তরের বেশি। তাঁর উচ্চ রক্তচাপ ও শর্করার মাত্রা বেশি। সোমবারও তিনি বিধানসভায় পড়ে যাওয়ার পরও মেডিক্যাল টিম প্রাথমিক পরীক্ষা করে জানান, এদিনও তৃণমূল বিধায়কের রক্তচাপ বেশি ছিল, সুগারও হাই। সেই কারণে ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিধানসভার লবি ধরে এদিন একাই যাচ্ছিলেন মনোরঞ্জনবাবু। হঠাৎ ভারসাম্য হারিয়ে কিছু একটা ধরার চেষ্টা করছিলেন। কিন্তু তার আগেই মাটিতে পড়ে জ্ঞান হারান। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, উচ্চ রক্তচাপের কারণেই অজ্ঞান হয়েছেন বছর সত্তরের বিধায়ক।
আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মনোরঞ্জন ব্যাপারি। তাঁর রক্তচাপ কমানোর চেষ্টা চলছে। সর্বক্ষণ বর্ষীয়ান বিধায়ককে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখন কিছুদিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন তাও ঠিক নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.