অভিরূপ দাস: জটিল স্নায়ুরোগে ভুগছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গিয়েছে, বর্তমানে রাইলস টিউবে খাবার খাচ্ছেন তিনি। অ্যান্টিবায়োটিক, নেবুলাইজারের বন্দোবস্ত করা হয়েছে। ফিজিওথেরাপিও করা হচ্ছে সাংসদের।
গত ২২ জুন, বাড়িতে থাকাকালীন ফের অসুস্থ বোধ করেন সৌগত রায়। তাঁর বুকে ব্যথা হয় বলে জানান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে তাঁকে নিয়ে যাওয়া হয় পার্ক স্ট্রিটের কাছে বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, ডিমেনশিয়ায় ভুগছেন সৌগত রায়। আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। অসংলগ্ন কথা বলছিলেন তিনি। ঘনঘন শৌচাগারে যাচ্ছিলেন। পায়ে ব্যথাও ছিল। নার্সিংহোমে বেশ কিছু পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, ‘ওয়ারনিক এনসেফ্যালোপ্যাথি’তে (Wernicke encephalopathy) ভুগছেন দমদমের তৃণমূল সাংসদ। তাঁর চিকিৎসায় তৈরি হয়েছে মেডিক্যাল টিম। রয়েছেন চিকিৎসক মনোজ সাহা, স্নায়ুরোগ বিশেষজ্ঞ বৈভব শেঠ, কার্ডিওলজিস্ট অরিন্দম মৈত্র, ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক রাহুল জৈন।
কী এই রোগ? ‘ওয়ারনিক এনসেফ্যালোপ্যাথি’ এককথায় জটিল স্নায়ুরোগ। একাধিক কারণে এই রোগ হতে পারে। সেগুলি হল:
* থায়ামিন বা ভিটামিন বি ওয়ানের অভাব
* দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদ্যপান
* অপুষ্টি
লক্ষণ:
* চোখের পেশির দুর্বলতা
* চোখের পাতা নড়াচড়া বন্ধ
* চোখে দেখতে সমস্যা
* হাঁটাচলায় সমস্যা
* হাত-পায়ের কাজে সমন্বয়ের অভাব
* মনোযোগের অভাব
* স্মৃতিভ্রংশ
লক্ষণ দেখা দিলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নইলে বিপত্তি হতে পারে। শেষ পর্যন্ত কোমায়ও চলে যেতে পারেন রোগী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.