সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে এবার বিজেপির নিশানায় এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র। বুধবার ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করেছিলেন, এখানে ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে গত ৪ বছরে। অর্থাৎ ভোটার তালিকায় কারচুপি হয়েছে বলেই তাঁর অভিযোগ। অনুরাগের সেই অভিযোগ নস্যাৎ করতে এবার বুথ পিছু প্রত্যেক ভোটারের তথ্য-প্রমাণ তুলে ধরল তৃণমূল।
বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পালটা দিয়ে বলেন, ”কোনও হোমওয়ার্কই নেই। কয়েকজনের দেওয়া তথ্য থেকে অনুরাগ ঠাকুর এসব কথা বলছেন। তাঁরা কেউ ঠিকমতো খোঁজখবর নেননি। কিন্তু অভিষেক প্রতি ভোটারের বিস্তারিত তথ্য পাঠিয়েছেন অনুরাগ ঠাকুরকে। তৃণমূল সব প্রমাণ দিয়েছে।”
বুধবার অনুরাগ ঠাকুরের অভিযোগ ছিল, যে কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জিতেছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ডায়মন্ড হারবারে গত চার বছরে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তালিকায় কারচুপি হয়েছে। তাঁকে পালটা আক্রমণ করে কুণাল ঘোষের প্রশ্ন, ”কারচুপি বলে মনে হলে ওই সময় কেন অনুরাগ ঠাকুর পুনর্নির্বাচনের দাবি তোলেননি? এখন কেন বানানো তথ্য বলছেন?”
এদিন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আরও দাবি করেন, ডায়মন্ড হারবারের ২৬৫ নম্বর বুথে মোট ভোটার ৪৭। এখন রয়েছেন ৪১ জন। বাকি ৬ জনের হিসাব অভিষেকের তরফে দেওয়া হয়েছে। ১ জন মৃত, ১ জন ওড়িশায়, ৩ জন বিবাহসূত্রে অন্যত্র এবং ১জন কর্মসূত্রে অন্যত্র রয়েছেন। সুতরাং কারচুপির কোনও অবকাশ নেই। গত ৪ বছরে এই এলাকায় ভোটার বেড়েছে ৪.৭০ শতাংশ। ফলতার ১৪৪ নম্বর বুথে ভোটার বেড়েছে ৪.০৯ শতাংশ। অনুরাগ ঠাকুরকে তোপ দেগে তিনি আরও বলেন, “যদি ভোটার বৃদ্ধির হয় তো বাড়বে, যদি বৈধ ভোটার থাকে আপনি ঠেকানোর কে? অনুরাগ ঠাকুর হয় জানেন না, কিংবা গ্রাম সম্পর্কে কোনও ধারণা নেই। নইলে মিথ্যে বলছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.