Advertisement
Advertisement
Humayun Kabir

দলের অনুমতি ছাড়া কালীগঞ্জে নিহতের পরিবারকে টাকা! হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের

তিনদিনের মধ্যে বিধায়কের জবাব চেয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

TMC sends showcause letter to Debra MLA Humayun Kabir for trying to help bereaved family of Kaliganj financially
Published by: Sucheta Sengupta
  • Posted:June 26, 2025 7:23 pm
  • Updated:June 26, 2025 7:50 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: গত সোমবার কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু হয় এক নাবালিকার। রাজনৈতিক সংঘর্ষ থেকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভের পরিবেশ কালীগঞ্জের মোলান্দি গ্রামে। বুধবার নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আর্থিক সাহায্য দিতে চান ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর। যদিও সেই সাহায্য প্রত্যাখ্যান করেন মৃতের মা। দলের অনুমতি ছাড়া কেন এভাবে টাকা দিতে গেলেন? এই প্রশ্ন তুলে দলের শৃঙ্খলাভঙ্গের জন্য শোকজ করা হল তৃণমূল বিধায়ককে। বৃহস্পতিবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজের চিঠি পাঠিয়ে তিনদিনের মধ্যে হুমায়ুন কবীরের জবাব তলব করেছেন। যদিও বিধায়কের দাবি, তিনি এখনও কোনও চিঠি পাননি, পেলে ভাববেন।

ডেবরার হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের।

গত ২৩ জুন, সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশ হয়। তারপরপরই দুপুর নাগাদ মোলান্দি গ্রামে বোমা ফেটে বছর তেরোর নাবালিকার মৃত্যুর খবর মেলে। খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী নিজে এক্স হ্যান্ডলে পোস্ট করে দুঃখপ্রকাশের পাশাপাশি পুলিশ প্রশাসনকে দ্রুত দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করতে নির্দেশ দেন। তাঁর নির্দেশের ২৪ ঘণ্টা আগেই বোমাবাজির ঘটনা জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। একে একে আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। তবে মূল অভিযুক্ত এখনও অধরা।

এই অবস্থায় বুধবার সন্ধ্যা নাগাদ ডেবরার তৃণমূল বিধায়ক পৌঁছে যান মোলান্দি গ্রামে নিহত নাবালিকার বাড়িতে। নিহতের মা মেয়ের সুবিচারের দাবি জানিয়েছেন বিধায়কের কাছে। বিধায়ক একটি খাম দিতে চান তাঁকে। তা প্রত্যাখ্যান করে মহিলা জানান, অর্থের প্রয়োজন নেই, তাঁরা চান মেয়ের মৃত্যুর সুবিচার। ফলে কিছুটা অস্বস্তিতে পড়তে হয় হুমায়ুন কবীরকে। এই খবর দলের কাছে পৌঁছতেই রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজের চিঠি পাঠান তাঁকে। লিখেছেন, ‘দলের অনুমতি ছাড়াই আপনার এই অযাচিত হস্তক্ষেপ আমাদের দলের ভাবমূর্তিকে যারপরনাই আঘাত করেছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement