ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ছাব্বিশে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় ‘কারচুপি’ নতুন করে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শাসকদলের। গত সপ্তাহে নেতাজি ইন্ডোরে দলের মেগা বৈঠকে সে বিষয়ে সতর্ক করার পাশাপাশি ‘ভূতুড়ে’ ভোটার খুঁজতে দলের তরফে একটি কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ৩৬ জনের এই কমিটির অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বেশ কয়েকজন বিধায়ক। সেদিনই দলনেত্রী জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছিলেন, দ্রুত নিজেদের এলাকায় ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণের কাজ শুরু করতে এবং ১০ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট দিতে।
সেইমতো আজ, বৃহস্পতিবার সাতদিনের মাথায় তৃণমূল ভবনে বৈঠকে বসল এই কমিটি। সূত্রের খবর, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও রয়েছেন সমস্ত জেলার তৃণমূল সভাপতিরা। তবে অন্য কাজে ব্যস্ত থাকায় গরহাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের কাজে অন্যত্র পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। তাই বৈঠকে নেই বীরভূমের তৃণমূল সভাপতিও। বৈঠক শেষে আজই তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে খবর।
গত ২৭ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই নিজের নিজের জেলায় ফিরে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু করেছিলেন বিধায়ক, জেলা সভাপতিরা। কোচবিহার থেকে কাকদ্বীপ – সর্বত্র শুরু হয় ‘ভূতুড়ে’ ভোটার খোঁজার কাজ। দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারের একাধিক জায়গায় দেখা যায়, বিস্তর গরমিল রয়েছে ভোটার তালিকায়। ভিনরাজ্যের ভোটারদের নাম রয়েছে এ রাজ্যের তালিকায়। রাজ্যজুড়ে সবমিলিয়ে এই সংখ্যা কয়েকশো। এনিয়ে আলাদা রিপোর্টও তৈরি হয়েছে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এই নিয়েই আলোচনায় বসেছেন দলের ওই কমিটি। সূত্রের খবর, দুপুর ১টা থেকে শুরু হওয়া বৈঠকে জেলা সভাপতিরাও রয়েছেন।
সূত্রের আরও খবর, বৈঠকে ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে বিশদে আলোচনার পর আজই নির্বাচন কমিশনকে নালিশ জানাতে যাচ্ছেন কমিটির সদস্যরা। সেখানে যাওয়ার কথা সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের। তবে তৃণমূলের এই ভোটার তালিকায় কারচুপির অভিযোগের ভিত্তিতে দিল্লির নির্বাচন কমিশন আগেই বিবৃতি দিয়ে ব্যাখ্যা করেছিল, একই এপিক নম্বরে দুজনের নাম থাকা মানেই কারচুপি নয়। তা নিয়ে তৃণমূলের সংসদীয় দলের সদস্যরা সোশাল মিডিয়ায় পোস্ট করে পালটা প্রশ্নও তুলেছিলেন। এবার মমতার তৈরি কমিটির নালিশ শুনে নির্বাচন কমিশন ঠিক কী জানায়, সেদিকে নজর সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.