Advertisement
Advertisement
TMC

‘বাঙালিদের শেষ করতে চাইছে বিজেপি’, এনআরসি ‘আতঙ্কে’ কলকাতায় বৃদ্ধের ‘আত্মহত্যা’য় ফুঁসে উঠল তৃণমূল

রবিবার সকালে রিজেন্ট পার্ক থানা এলাকায় এনআরসি আতঙ্কে 'আত্মঘাতী' হয়েছেন এক বৃদ্ধ।

TMC slams BJP over Regent park death case
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 3, 2025 6:43 pm
  • Updated:August 3, 2025 6:43 pm   

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এনআরসি আতঙ্ক খাস কলকাতায় ‘আত্মহত্যা’র ঘটনায় ফুঁসে উঠল তৃণমূল। সোশাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে সুর চড়াল বাংলার শাসকদল। তৃণমূলের দাবি, বাঙালিদের শেষ করতে চাইছে বিজেপি।

Advertisement

ঘটনার সূত্রপাত রবিবার সকালে। ঘর থেকে উদ্ধার হয় রিজেন্ট পার্ক এলাকার অনন্দপল্লি পশ্চিমের বাসিন্দা দিলীপ সাহার ঝুলন্ত দেহ। এরপরই পরিবারের সদস্যরা দাবি করেন, কয়েক মাস ধরে এনআরসি আতঙ্কে ভুগছিলেন দিলীপ। তিনি নাকি ভাবতেন, এনআরসি হলে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। গত ৭ দিন ধরে আতঙ্কে বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেন তিনি। ঘরে বসে থাকতেন, টিভি দেখতেন। এরপরই উদ্ধার হল দেহ। পরিবারের দাবি, এনআরসি আতঙ্কেই আত্মহত্যা।

 

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিজেপিকে একহাত নিল তৃণমূল। সোশাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, ‘বিজেপির আতঙ্কে আত্মহত্যা কলকাতার টালিগঞ্জের এক বাসিন্দার। বিজেপি দেশজুড়ে যেভাবে বাঙালি জাতির উপর আক্রমণ শুরু করেছে, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও এনআরসির নোটিস পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, SIR করে ভোটাধিকার কেড়ে নিচ্ছে – এই সকল কিছুর আতঙ্কে দিন গুজরান করতে করতে শেষমেষ আত্মহত্যার পথ বেছে নিলেন এক বাসিন্দা। একটা জনবিরোধী, বাংলা-বিরোধী দল কীভাবে বাঙালিকে শেষ করে দিতে চাইছে নিজের চোখেই দেখুন। ছিঃ বিজেপি ছিঃ।’ এপ্রসঙ্গে এখনও বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ