ফাইল চিত্র
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লোকসভার আগে ১০ মার্চ ব্রিগেডে ‘জনগর্জন’ তৃণমূলের। তার আগে ১০ দিন ধরে ব্লকে-ব্লকে লাগাতর কর্মসূচি তৃণমূলের। ২৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অবধি রাজ্যের ব্লকে-ব্লকে মিছিব করবে ঘাসফুল শিবির। ছাপানো হবে ৬০ লক্ষের বেশি পোস্টারও। সবমিলিয়ে ব্রিগেডের আগে ব্লকে-ব্লকে ‘জনগর্জন’ তৃণমূলের।
দলের তরফে জানানো হয়েছে, কর্মসূচি চলবে ২৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। ব্লকে ব্লকে ৫০০-র বেশি র্যালি বা মিছিল করার পরিকল্পনা রয়েছে তাদের। রাজ্যের প্রায় সমস্ত ব্লক, কলকাতার প্রতিটি ওয়ার্ডে কর্মী সম্মেলন, র্যালি বা সভা করা হবে। সেখানে দলীয় কর্মীদের পাশাপাশি থাকবেন দলের ৭০ বক্তা। এই তালিকা তৈরি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। দলীয় সাংসদ, কাউন্সিলর, নেতা-নেত্রীরা ছাড়াও সভা, মিছিলে থাকবেন তারকারাও। এমনকী, অন্য রাজ্যের দলীয় সংগঠনের নেতারাও অংশ নেবে এই ‘জনগর্জনে’। ছাপানো হচ্ছে ৬০ লক্ষের বেশি পোস্টারও।
লোকসভায় সন্দেশখালির আবহে বিজেপির মতো দলের বিরুদ্ধে লড়াই করতে হবে তৃণমূলকে। এমন পরিস্থিতিতে ১০ মার্চ ‘ব্রিগেডে চলো’-র ডাক দিয়েছে তৃণমূল। তার আগে ব্লকস্তরের সংগঠনকে চাঙ্গা করতে চাইছে ঘাসফুল শিবির। রাজনীতিক কারবারিরা বলছে, সম্প্রতি দলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্বের প্রভাবে নিচুতলার সংগঠনের একাংশে জং ধরেছে। ভোটের আগে সেই জং ছাড়াতেই এবার নিচুতলায় ঢালাও কর্মসূচি নিচ্ছে তৃণমূল, মত রাজনীতিবিদদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.