Advertisement
Advertisement
CESC

ব্যবধান ২৭-০, রাম-বামকে উড়িয়ে CESC’র নির্বাচনে সবুজ ঝড়

সবুজ আবিরে মাতলেন তৃণমূলের নেতা-কর্মীরা।

TMC won in CESC co-operative election

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 18, 2025 9:04 am
  • Updated:April 18, 2025 9:23 am  

স্টাফ রিপোর্টার: আরও এক সমবায় নির্বাচনে সবুজ ঝড়। রাম-বাম জোটকে ২৭-০ ব্যবধানে হারিয়ে শতাব্দী প্রাচীন সিইএসসি-র সমবায় ‘ইলেক্ট্রো আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি’র দখল নিল তৃণমূল। সবুজ আবিরে মাতলেন তৃণমূলের নেতা-কর্মীরা।

১৯১১ সালে তৈরি হয়েছিল ‘ইলেক্ট্রো আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি’। বিপুল টাকার লেনদেন হয় এখানে। শেষ ভোট হয়েছিল ২০১০ সালে। তখন ক্ষমতায় ছিল বাম-কংগ্রেস সমর্থিত কর্মী ইউনিয়ন। এবার সেই ছবিটা বদলে গেল তৃণমূল নেতা তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। তিনি সিইএসসি-র শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি। বৃহস্পতিবার শোভনদেববাবু জানান, বিরোধীরা জোট বাঁধলেও ১৭ টি আসনে প্রার্থী দিতে পারেনি। এদিন ১০টি আসনে প্রতিদ্বন্দিতা হয়েছে। সব কটিতেই তৃণমূল সমর্থিত কর্মচারী ইউনিয়ন (এসকেইউ) জিতেছে। সব মিলিয়ে ২৭-০-এর ব্যবধানে ধূলিসাৎ বাম-রাম জোট।

সামনের বছর বিধানসভা নির্বাচন। ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই তৃণমূল-সহ সমস্ত রাজনৈতিক দলগুলো প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে একের পর এক সমবায়ে নির্বাচনে জয় পাচ্ছে তৃণমূল। কার্যত ধুয়ে-মুছে সাফ হয়ে যাচ্ছে বিরোধীরা। এই জয় যে শাসকদলের কর্মীদের আরও চাঙ্গা করছে, তা বলার অপেক্ষা রাখে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement