ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও বিধান নস্কর: স্বচ্ছতার সঙ্গে ভোটারদের অধিকারের দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিহার ভোটের আগে খসড়া তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতায় ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন তিনি। বিরোধী ইন্ডিয়া জোট রাহুলের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে। ইন্ডিয়া জোটের প্রতিনিধি হিসেবে এবার সেই যাত্রায় যোগ দিতে পাটনা গেলেন তৃণমূলের দুই প্রতিনিধি – সাংসদ ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের নেতা ললিতেশপতি ত্রিপাঠী। রবিবার বিকেলে দমদম বিমানবন্দর থেকে রওনা হওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা তাঁরা জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে যাচ্ছেন বিহারে।
এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদে ১ সেপ্টেম্বর পাটনায় কংগ্রেস ও আরজেডি যৌথ কর্মসূচির ডাক দিয়েছে। রাহুলের ‘ভোটার অধিকার যাত্রা’য় যোগ দেওয়ার জন্য আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু তাঁরা যাবেন না বলে জানিয়ে নিজেদের প্রতিনিধি পাঠাচ্ছেন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ পেয়ে রবিবারই পাটনা পৌঁছলেন ইউসুফ পাঠান ও ললিতেশপতি ত্রিপাঠী। যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে ইউসুফ পাঠান বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিহার যাচ্ছি। ওখানে সোমবার ইন্ডিয়া জোটের সঙ্গে মিছিলে যোগ দেব। পরবর্তী কর্মসূচি সেখানেই স্থির হবে। তবে বিজেপি বিরোধিতায় আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা গণতন্ত্রের অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য।”
রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের সঙ্গে সংসদে তৃণমূল ইস্যুভিত্তিক সমন্বয় রক্ষা করে চললেও ইন্ডিয়া জোটের মধ্যে তাদের অবস্থান স্বতন্ত্র। তা আগেই তৃণমূলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর সেই কারণেই মমতা বা অভিষেক কেউই রাহুলের ‘ভোটার অধিকার যাত্রা’য় নিজেরা উপস্থিত না হয়ে প্রতিনিধি পাঠিয়েই সমন্বয় রক্ষার পথ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। আর সেখানে যাওয়ার পথেই ইউসুফ, ললিতেশরা জানিয়ে গেলেন, কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের যাবতীয় ‘জনবিরোধী’ নীতির বিরুদ্ধে ইন্ডিয়া জোট একসঙ্গেই আন্দোলনের রাস্তায় থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.