Advertisement
Advertisement

Breaking News

Madhyamik scrutiny and review results

মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলপ্রকাশ, প্রথম দশে আরও ৯ পড়ুয়া

২ মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল।

Today Madhyamik scrutiny and review results announced
Published by: Subhankar Patra
  • Posted:June 18, 2025 12:28 pm
  • Updated:June 18, 2025 12:28 pm  

ধীমান রক্ষিত: প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল। নতুন ফলাফল প্রকাশে মেধা তালিকাতেও পরিবর্তন হয়েছে। প্রথম দশে স্থান পেয়েছে আরও ৯ জন পডুয়া। নয়া ফল প্রকাশের পর মেধাতালিকায় জায়গা করে নিল মোট ৭৫ জন পড়ুয়া। ২মে ফলাফল প্রকাশের দিন সংখ্যাটি ছিল ৬৬। 

Advertisement

চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হয় ২ মে। তারপর থেকেই স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়। সেই ফলাফল প্রকাশিত হল আজ, বুধবার।
এই ফলাফল প্রকাশের পর ৯ জন পড়ুয়া মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। ১১ নম্বরে থাকা ৫ পড়ুয়া প্রথম দশে উঠে এসেছে। বাঁকুড়ার দেবজিৎ লাহা ও পূর্ব মেদিনীপুরের অন্তরীপ মাইতি ১১ নম্বর থেকে ৮ নম্বর স্থান পেয়েছে। দক্ষিণ দিনাজপুরের চয়ন রায় একই স্থান থেকে ৯ নম্বর স্থান অধিকার করেছে। কোচবিহারের অনন্যা মজুমদার ও দক্ষিণ ২৪ পরগনার প্রেরণা বৈদ্যও ১১তম স্থান থেকে মেধা তালিকার ১০ নম্বর স্থানে জায়গা পেয়েছে। এছাড়াও ১২ নম্বর থেকে ৯ নম্বর স্থানে উঠে এসেছে রূপম দীক্ষিত। ১২ নম্বর থেকে ১০ নম্বর স্থান পেয়েছে মালদহের প্রজ্ঞান দেবনাথ ও সায়নদীপ ঘোষ। অন্যদিকে পূর্ব মেধাতালিকায় ১৩ নম্বর স্থানে থাকা সোহম করণ ১০ নম্বর স্থান পেয়েছে।

আগে থেকেই মেধাতালিকায় থাকা পূর্ব মেদিনীপুরের সুপ্রতিক মান্না চতুর্থ থেকে দ্বিতীয় হয়েছেন। তার প্রাপ্ত নম্বর বেড়ে হয়েছে ৬৯৪। মালদহের সৃজন প্রামাণিক ও বাঁকুড়ার সৌপ্তিক মুখোপাধ্যায় ৮ নম্বর স্থান থেকে ৭ নম্বর স্থান পেয়েছে। বীরভূমের সম্যক দাস ১০ নম্বর স্থান থেকে ৯ নম্বর স্থানে উঠে এসেছে।

সব মিলিয়ে স্কুটিনির পর ১০,৬০ জন পরীক্ষার্থীর নম্বরের পরিবর্তন হয়েছে। রিভিউর পর ১,১৮২ জনের নম্বরের পরিবর্তন হয়েছে। নতুন ফল প্রকাশে ব্যাপক রদলদল হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে। পড়ুয়ারা নিজেদের স্কুলে পুরনো মার্কশীট জমা দিয়ে নতুন মার্কশীট সংগ্রহ করতে পারবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement