Advertisement
Advertisement
Salt Lake

পারিবারিক অশান্তির জেরেই সন্তানদের সল্টলেকের রাস্তায় ফেলে আত্মীয়ের বাড়িতে মা! প্রকাশ্যে নয়া তথ্য

সোমবার সকালে সল্টলেকের রাস্তায় ইতস্তত ঘোরাফেরা করতে দেখা যায় দুই শিশুকে।

Tollygunge woman leaves her children at Salt Lake may be due to family conflict
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 4, 2025 4:03 pm
  • Updated:February 4, 2025 4:03 pm   

বিধান নস্কর, দমদম: পারিবারিক অশান্তির কারণেই দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মা। মাঝরাস্তায় আচমকা তাঁদের ফেলে রেখে চলে আত্মীয়ের বাড়ি চলে যান বধূ। কিন্তু কেন? সেই উত্তর অজানা। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, শিশুদুটিকে পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার সকালে। এদিন সকাল আটটা নাগাদ সিজিও কমপ্লেক্সের সামনে দুই শিশুকে দেখা যায়। উদ্দেশ্যহীনভাবে তারা ঘোরাঘুরি করছিল। পথচলতি মানুষদের তাদের দেখে সন্দেহ হয়। স্বাভাবিকভাবেই খুদেদের কাছে তাঁরা পরিচয় জানতে চান। কিন্তু তারা বিশেষ কিছুই বলতে পারেনি। শুধু জানায়, তারা সম্পর্কে ভাই-বোন। এরপরই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ পর শিশুদের পরিচয় জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নাবালিকার নাম সতী নায়েক। বয়স ৯ বছর। তার ভাই সবুজ নায়েক। তার বয়স ৬ বছর। টালিগঞ্জের তেঁতুলতলার বাসিন্দা তারা। পারিবারিক অশান্তির কারণেই নাকি দুই সন্তানকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল তাঁদের মা। পরবর্তীতে কোনওকারণে তাদের রাস্তায় ফেলে রেখেই আত্মীয়ের বাড়ি চলে যান। শিশুদের কাছে থাকা মোবাইলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাঁদের কাছ থেকেই এই তথ্য মিলেছে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ